সালমান শাহর কণ্ঠ নকল করতেন ডন
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৬:৩২ পিএম, ২৫ অক্টোবর ২০২৫
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর কণ্ঠ নকল করতে পারতেন অভিনেতা আশরাফুল হক ডন। তাই সালমান শাহর মৃত্যুর পর ডন তার বেশ কিছু চলচ্চিত্রে ডাবিং করেছিলেন। ডনের কণ্ঠে মুক্তি পায় সালমান অভিনীত ছবিগুলো, যার মধ্যে রয়েছে ‘আনন্দ অশ্রু’ ও ‘সত্যের মৃত্যু নেই’।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার এই বিষয়টি প্রকাশ্যে আনা হয়।
ডন তার সালমান শাহর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “বন্ধুত্ব হলো এমন একটা জিনিস, মিশতে মিশতে আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। এভাবে চলতে চলতে বন্ধুত্বের অনেক কিছু একজনের থেকে আরেকজনের মধ্যে চলে আসে। তেমনই সালমানেরও অনেক কিছুই আমার মধ্যে চলে এসেছে। আমি সালমানের ভয়সে নকল করে কথা বলতে পারতাম।”
ডাবিং প্রসঙ্গে ডন বলেন, “শিবলী ভাই ‘আনন্দ অশ্রু’ ছবিতে ডাবিংয়ের জন্য অনেককেই এনেছিলেন, কিন্তু কারোটাই মনমতো হচ্ছিল না—কেউ হয়তো মোটা গলা করছিল, কেউ চিকন। তিন-চার দিন চেষ্টা করেও ঠিক হয়নি। পরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শিবলী ভাইকে বললেন, ‘ডন ভাইকে ট্রাই করতে পারেন। সালমানের ভয়েসের সঙ্গে অনেক মিল।’
নির্মাতার অনুরোধে ডন পরে ডাবিং করেন। তিনি বলেন, “আমি প্রথমে করতে চাইনি, তবে চিন্তা করলাম, করি। ‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরোপুরি ডাবিং করেছি। আমি শিবলী ভাইকে বলেছিলাম, প্রচার করবেন না যে ভয়েস আমি দিয়েছি। আজ প্রথম মানুষ জানতে পারল।”