যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ: পূর্ণিমা
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১১:০০ পিএম, ১৯ অক্টোবর ২০২৫

চলচ্চিত্র থেকে সাময়িক বিরতিতে থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় কিংবা পর্দায় সরব না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি যে এখনও ভক্তদের মনে তীব্র প্রতিক্রিয়া জাগায়, তা আবারও প্রমাণ হলো তার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে।
রোববার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ছবি পোস্টের সঙ্গে সঙ্গে পূর্ণিমা প্রকাশ করেন এক গভীর বেদনা ও অভিমান। লেখেন, “যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”
পূর্ণিমার এই হঠাৎ ক্ষোভ আর বেদনাময় ভাষ্য পাঠকদের মধ্যে বিস্ময় ছড়ায়। অনেকেই বুঝে উঠতে পারছিলেন না, কাকে উদ্দেশ করে এভাবে নিজের হতাশা প্রকাশ করলেন নায়িকা। স্ট্যাটাসে তিনি আরও যোগ করেন, “যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।”
পূর্ণিমার এই রূপকধর্মী ও আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে দেয়। অনেকেই মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতির কথা জানান। কেউ লেখেন, “পূর্ণিমা আপু ঠিকই বলেছেন, এই কথাগুলো আজকের বাস্তবতা।” আরেকজন মন্তব্য করেন, “এ যেন আমাদের সবার জীবনের গল্প।”
স্ট্যাটাসের শেষ লাইনে অভিনেত্রী আরও এক ধাক্কা দেন: “মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।” এই কথাগুলো যেন তাঁর একাকীত্ব বেছে নেওয়ার সিদ্ধান্তেরই প্রতিচ্ছবি।
পূর্ণিমা দুই দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র ও ছোটপর্দায় নিজের অবস্থান দৃঢ়ভাবে ধরে রেখেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি অভিনয় থেকে কিছুটা দূরে, ব্যক্তিজীবন নিয়েই বেশি ব্যস্ত। সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলেন না তিনি। ফলে তার এমন আত্মমুখী ও দার্শনিক অভিব্যক্তি ভক্তদের মনে নানা প্রশ্ন জাগিয়ে তুলেছে।