ছোট ছেলেকেও বিয়ে করাচ্ছেন গায়ক আসিফ,পাত্রী ব্রাহ্মণবাড়িয়ার


ছোট ছেলেকেও বিয়ে করাচ্ছেন গায়ক আসিফ,পাত্রী ব্রাহ্মণবাড়িয়ার

বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই ছেলেমেয়েদের দ্রুত বিয়ে দেওয়া নিয়ে খোলামেলা মতামত দিয়ে থাকেন। একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সন্তানদের দ্রুত বিবাহবন্ধনে আবদ্ধ করতে। নিজের ছেলেদের ক্ষেত্রেও সেই নীতি মেনেই চলছেন এই গায়ক।

তিন বছর আগে বড় ছেলে শাফকাত আসিফ রণের বিয়ে দিয়েছিলেন আসিফ। এবার জানালেন ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর বিয়ের খবর। যদিও তার বাগদান সম্পন্ন হয়েছে গত জানুয়ারিতেই, তা প্রকাশ্যে আনলেন মঙ্গলবার (২৭ মে) বিকালে।

ফেসবুকে ছেলের দুটি ছবি শেয়ার করে আসিফ লেখেন, আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়া রোগ আছে, এমনিতে ইউনিক একটা ছেলে। মুহূর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ্যতা তার রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করে এখন বিজনেস করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভালো একজন ফুটবলার, তবে ক্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি।

এরপর ছেলের বিয়ের খবর জানিয়ে আসিফ লেখেন, রুদ্র ২৬ বছরে পদার্পণ করলো আজ। সেই সঙ্গে এটাই তার শেষ স্বাধীন বসন্ত, আগামী ডিসেম্বরেই সে বিয়ে করতে যাচ্ছে। বিয়েশাদির সমস্ত আয়োজন সম্পন্ন। অ্যানগেজমেন্ট হয়েছে জানুয়ারিতে, পাবলিকলি জানানোর অনুমতি ছিল না। এবারের গন্তব্য- দি ব্রাহ্মণবাড়িয়া জেলা, এর বেশি কিছু বলা যাচ্ছে না। 

সবশেষে ছেলের আগামী দিনের জন্য দোয়া চেয়ে আসিফ লিখেছেন, আজ রুদ্রর শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম...।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×