ওই জিল্লুর ‘জংলি’ দেখ: বুবলী


April 2025/Bubly Jongli.jpg

এবারের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে দর্শকপ্রিয়তায় শীর্ষে রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। এ সিনেমাটি প্রসঙ্গে সম্প্রতি কথা বলেছেন ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী।

রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে বুবলী অভিনীত সিনেমাও ছিল। অভিনেতা সিয়াম আহমেদের বিপরীতে তিনি অভিনয় করেন ‘জংলি’ সিনেমায়।
 
সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বুবলী ‘বরবাদ’র জনপ্রিয় ডায়ালগ ‘ওই জিল্লুর মাল দে’কে একটু ঘুরিয়ে নিজের মতো করে শোনান। একটু মজা করেই ‘জিল্লুর’ চরিত্রকে নিজের অভিনীত সিনেমা ‘জংলি’ দেখতে অনুরোধ করেন।
 
বলেন, ‘বরবাদ’ সিনেমা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য গর্বের এবং খুবই ইতিবাচক। তবে সবার আগে আমি বলব, ওই  জিল্লুর ‘জংলি’ দেখ।’
 
বুবলী আরও বলেন, ‘আমি শুরু থেকে বলেছি ‘বরবাদ’ একটা ঝড়ের নাম। সে ঝড় এখন বইছে। আরও কয়েক দিন দর্শক হৃদয়ে এ ঝড় বইবে।’
 
প্রসঙ্গত, মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’। 
 
এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×