রিয়াজ ওয়ায়েজ ও হাসনাত জান্নাত মিকাতের সঙ্গীতানুষ্ঠান ‘তালপাতার বাঁশি’


রিয়াজ ওয়ায়েজ ও হাসনাত জান্নাত মিকাতের সঙ্গীতানুষ্ঠান ‘তালপাতার বাঁশি’

সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ ও হাসনাত জান্নাত মিকাতের সংগীতানুষ্ঠান ‘তালপাতার বাঁশি’ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হয়েছে।

সিআরএস টিভি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে শিল্পীরা সাতটি করে একক ও চারটি দ্বৈত মিলে ১৮টি গান করেন। যন্ত্রসঙ্গীতে কী-বোর্ডে নিখিলেশ বড়ুয়া, প্যাডে অনুজিত বড়ুয়া লিমন, তবলায় রুপ্লব গুপ্ত, সেইজ গিটারে গৌরব বড়ুয়া, বাাঁশিতে প্রাণেশ্বর ভট্টাচার্য, লিড গিটারে বিজয় দাশ ও সাউন্ড ব্যালেন্ডে ছিলেন রুবেল বড়ুয়া।
 
সিআরএস টিভির চেয়ারম্যান মো. সেলিম নুরের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লোক গবেষক শেখ সাদী। 

কনকন দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট জাবেদ আবছার চৌধুরী ও চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন। শুভেচ্ছা বক্তব্য দেনসাংবাদিক কামাল উদ্দিন ও গীতিকার আবছার উদ্দিন অলি। 

বক্তারা বলেন, ‘৮০ ও ৯০ দশকের কালজয়ী সোনালী দিনের গান আমাদের হৃদয় ছুঁয়ে যায়। সঙ্গীতের প্রাণ এ গানগুলো হাজার বছর বেঁচে থাকবে শ্রোতার হৃদয়ে। শুদ্ধ সঙ্গীত চর্চায় আধুনিক যুগেও হারানো দিনের গান আমাদের সংগীত চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুন্দর আগামীর পথে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×