জাতীয় বিশ্ববিদ্যালয় জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশনা


জাতীয় বিশ্ববিদ্যালয় জুলাই-আগস্টে আহত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছরের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চাহিদা অনুযায়ী অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর এবং পেশাগত কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা জুলাই গণ-অভ্যুত্থানের সময় আহত হয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করা হবে।

প্রতিটি কলেজকে নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীর নাম, ভর্তিসংক্রান্ত তথ্য, রেজিস্ট্রেশন নম্বর, অভিভাবকের নাম, আহত হওয়ার স্থান ও তারিখ, স্বাস্থ্য অধিদপ্তরের কেস আইডি নম্বর এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ সংগ্রহ করতে বলা হয়েছে। এই তথ্য হার্ডকপির পাশাপাশি অনলাইনে পাঠানোও বাধ্যতামূলক।

নির্দেশনা অনুযায়ী কলেজ কর্তৃপক্ষকে http://collegeportal.nu.ac.bd-এ লগইন করে ‘জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীর তালিকা’ শিরোনামের লিংকে প্রবেশ করে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে তথ্য পাঠাতে হবে। এছাড়াও, তথ্য ছকে শিক্ষার্থীর ছবি সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষদেরকে তথ্য যাচাই-বাছাই করে সঠিকভাবে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।

এই প্রক্রিয়াটি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি দপ্তর, ভাইস চ্যান্সেলরের দপ্তর, ট্রেজারার দপ্তর, প্রো-ভাইস-চ্যান্সেলর দপ্তর এবং রেজিস্ট্রার দপ্তরে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×