আন্দোলন স্থগিত করল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা


আন্দোলন স্থগিত করল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা; সে ব্যাপারে সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  সে সময় পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ দৌলা খান। 

তিনি জানান, আগামী রোববার থেকে বৃহস্পতিবারের একটি কমিটি গঠন হতে পারে।    

এর পূর্বে, মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে সংশ্লিষ্টদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধি দল। 

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমযার্দা) এম আমিনুল ইসলাম। 

এ দিকে, ছাত্রদের পক্ষ থেকে ছিলেন মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার

বলে রাখা ভাল, সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ‘ক্লোজডাউন’ কর্মসূচি চলছিল তাদের।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×