নভেম্বরে প্রবাস থেকে এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

চলতি নভেম্বর মাসের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। সে হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫০ লাখ ডলার। রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৫ কোটি ১৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে দেশে ৮৯৩ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৬৮৭ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ মার্কিন ডলার এবং অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার : শেখ বশিরউদ্দীন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র তৈরিতে চীন বাংলাদেশের বড় অগ্রাধিকার। সেকারনেমুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী।আজ রবিবার বিকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাণিজ্য উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাণিজ্য উপদেষ্টা একথা বলেন।উপদেষ্টা বলেন, চীন চলতি বছরের ডিসেম্বর মাস থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিতে ইতোমধ্যে ঘোষণা দিয়েছে।আমরা অধিক পন্য রপ্তাণির মাধ্যমে এ সুযোগকে কাজে লাগাতে চাই।তিনি আরো বলেন, চীনের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এদেশে বিনিয়োগ বৃদ্ধি ও মানুষের জন্য কাজের সুযোগ তৈরির মাধ্যমে চীনের সাথে এদেশের সম্পর্কে অনন্য মাত্রা যোগ করেছে।মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে।চীনের রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে ব্যবধান কমিয়ে আনতে চীন বাংলাদেশ থেকে আরও পণ্য, বিশেষ করে—আম, পাট ও পাটজাত পণ্য ও চামড়া আমদানি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।আগামী বছরের জুলাই মাসে চীন বাংলাদেশে একটি বড় প্রদর্শনী আয়োজন করতে চায় উল্লেখ করে তিনি এ আয়োজনে বাণিজ্য উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়াও রাষ্ট্রদূত চীনের আয়োজনে সে দেশে অনুষ্ঠিত চায়না-ইউরোশিয়া বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়তা চান।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পিং অনুষ্ঠিত

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার আয়োজনে “আর্থিক শিক্ষা ও আর্থিক সেবার" আওতায় স্কুল ব্যাংকিং ক্যাম্পিং-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল দশটায় কুমিল্লা টমসম ব্রিজের ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন আল আরাফাহ্ ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার শাখা ব্যবস্থাপক মাজহারুল ইসলাম চৌধুরী। আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এবং মুখপাত্র,হুসনে আরা শিখা। বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর প্রকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিএমএআইডি-২ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং, একেএম আমজাদ হোসেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপালস, ড. মোহাম্মদ শফিকুল আলম হেলাল, শেখ আসাদুল হক, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, এআইবি পিএলসি, এই সময় ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক শিক্ষা,ও আর্থিক ব্যাংকিং আট্যক্রমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের ৮ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সহ মোট সাতজনকে বাইসাইকেল সহ মোট সাতটি পুরস্কার প্রদান করা হয়।

রাউজানে ইসলামী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

শরীআহ ভিত্তিক আধুনিক ব্যাংকিংয়ের সকল সুবিধা নিয়ে চট্টগ্রামের রাউজানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৩৯৭তম শাখা হিসেবে পথেরহাট শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার এ শাখার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মাদ আবদুস সামাদ।এতে আরও বক্তব্য দেন- ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান।স্বাগত বক্তব্য দেন- ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোনপ্রধান এম. জুবায়ের আজম হেলালী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পথেরহাট শাখাপ্রধান মোহাম্মদ নুরুল আবছার।আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ধর্মপ্রিয় মহাথেরো, রাউজান প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মীর আসলাম, সমাজসেবক মোহাম্মদ জানে আসলাম, শুভময় দাশ রাজু ও মোহাম্মদ শাহাজান মঞ্জু।এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মিয়া মোহা. বরকত উল্লাহ সহপ্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। নতুন বাংলাদেশে গ্রাহকরা ইসলামী ব্যাংককে আরো বেশি আস্থার ব্যাংক হিসেবে নিয়েছেন। গ্রাহকরা এখন নির্বিঘ্নে ইসলামী ব্যাংকের প্রতিটি শাখায় সেবা গ্রহণ করছেন।তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের একটি ঐতিহ্যবাহী ব্যাংক। একঝাঁক সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মী আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছেন। তিনি দেশের অন্যান্য শাখার মতো পথেরহাট শাখায়ও ইসলামী ব্যাংকের সর্বজনীন ও কল্যাণধর্মী সেবাসমূহ গ্রাহকের কাছে নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

চার মাসে উন্নয়ন খরচ কমেছে দশ হাজার কোটি টাকা

চলতি অর্থ বছরের প্রথম চার মাস (জুলাই-অক্টোবর) সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার প্রায় দশ হাজার কোটি টাকা কমেছে। এই চার মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ২১ হাজার ৯৭৮ কোটি ১৭ লাখ টাকা বা সাত দশমিক ৯০ শতাংশ। ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ে এটি ৩১ হাজার ৬৯২ কোটি ২৬ লাখ টাকা বাস্তবায়ন হয়েছিল। সেই হিসাবে নয় হাজার ৭১৪ কোটি নয় লাখ টাকা বা ৩০ দশমিক ৬৫ শতাংশ কমেছে। রোববার (২৪ নভেম্বর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আইএমইডি সূত্রে জানা গেছে, গেল চার মাসে এডিপি বাস্তবায়নে অভ্যন্তরীণ উৎস থেকে ১১ হাজার ৭৯৮ কোটি টাকা, বিদেশি ঋণের আট হাজার ২১০ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে এক হাজার ৯৭০ কোটি টাকা ব্যয় হয়েছে। চলতি অর্থ বছরের এডিপির আকার দুই লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা। আর মোট প্রকল্পের সংখ্যা হচ্ছে এক হাজার ৩৫২টি। গেল অর্থ বছরের প্রথম চার মাসে সরকারি তহবিল থেকে মন্ত্রণালয় ও বিভাগগুলো ১৮ হাজার ৮১৩ কোটি টাকা খরচ করেছিল। চলতি অর্থ বছরে এই খরচ কমেছে প্রায় সাত হাজার কোটি টাকা। গেল অর্থ বছরের প্রথম চার মাসে বৈদেশিক সহা

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে কাজ করছে সরকার

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন। রোববার (২৪ নভেম্বর) বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। সেখ বশিরউদ্দীন বলেন, ‘শ্রম আইন যুগোপযোগী করা, সব শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেয়া, ন্যুনতম মজুরি নিশ্চিত এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১ দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।’ এ সময় বাণিজ্য সচিব আরো বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের মত যুক্তরাষ্ট্রের বাজারেও শুল্কমুক্ত সুবিধা পেতে চাই। জিএসপি সুবিধা পেতে চাই।’

ফের বাড়ল স্বর্ণের দাম

পাগলা ঘোড়ার গতিতে ছুটছে স্বর্ণের দাম। দেশের বাজারে স্বর্ণের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে দুই হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) থেকে নয়া এ মূল্য কার্যকর হবে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিউর গোল্ড) দাম বেড়েছে। ফলে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।’ নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য পড়বে এক লাখ ৪২ হাজার ২৬৬ টাকা। বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এক সপ্তাহে শেয়ারবাজারে মূলধন কমল ১২ হাজার কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন গেল সপ্তাহে প্রায় ১২ হাজার কোটি টাকা কমে গেছে। ডিএসইএক্স সূচক কমেছে ১৫০ পয়েন্টের অধিক। সেই সঙ্গে কমেছে গড় লেনদেনের পরিমাণ। গেল সপ্তাহের পাঁচ কার্য দিবসেই লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য কমেছে। ফলে, সপ্তাহের ব্যবধানে কমেছে সবগুলো সূচক। গেল বৃহস্পতিবার (২১ নভেম্বর) লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার কোটি টাকা, যা পূর্বের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ছয় লাখ ৭৪ হাজার কোটি টাকা। সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। গেল সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয় ৪৬৫ কোটি ৮০ লাখ টাকা। পূর্বে সপ্তাহে যা ছিল ৫৫৪ কোটি টাকা।

তিন মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়

চলতি বছরের গত তিন মাসে জ্বালানি খাতের সরকারি ক্রয়ে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (২৩ নভেম্বর) ঢাকার হোটেল ওয়েস্টিনে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির আলোচনা সভায় তিন এ তথ্য জানান। সভায় ফাওজুল কবির খান বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র দেয়া হবে।’ তিনি আরো বলেন, ‘পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে। টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে। সরকারি ক্রয়কে প্রতিযোগিতার মধ্যে আনার প্রয়োজন রয়েছে।’ জ্বালানি উপদেষ্টা বলেন, ‘সরকারের সাথে সখ্য করে আর ব্যবসায় হবে না। ভাল ব্যবসায়ীদের জন্যই উপযোগিতা তৈরি করা হবে।’

মর্যাদাপূর্ণ সমাজ রুপান্তরে কাজ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মর্যাদাপূর্ণ সমাজ রুপান্তরে কাজ করতে হবে।আর এতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।আজ শনিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা রিপোটার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।বাণিজ্য উপদেষ্টা বলেন , দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভিক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন। বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে । চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এজন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা এবং দোয়া কামনা করেন। দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আপনাদের সকলের সহযোগিতায়, চিনির দাম, পেঁয়াজের দাম ও তেলের দাম কিছুটা কমে এসেছে ইতোমধ্যে। জ্ঞান অর্জনকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন,শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে এবং একই সাথে লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হতে হবে।ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি মো: শুকুর আলী শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি একেএম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন।পরে ঢাকা রিপোটার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন।

জমে উঠেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেষ দিনের আগে দিনে জমে উঠেছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নানা বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পা ফেলানোর ফুসরত নেই, ছিল না তিল ধারণের ঠাঁইও। পরিস্থিতি এমন ছিল যে গেট দিয়ে প্রবেশ করতে ও বের হতে রীতিমত ঘাম ঝরেছে আগত দর্শনার্থীদের! মাত্র ২০ ফুট দূরত্বে থাকা গেট দিয়ে বের হতেই কারও কারও সময় লেগেছে প্রায় ১৫ থেকে ২০ মিনিট। এর আগে কখনও আগত দর্শনার্থীরা এমন ভিড় দেখেননি বলে জানিয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মেলা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। চলতি মাসের ৭ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছিল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ মেলা আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) শেষ হবে। ছুটির দিন হওয়ায় আজ দুপুর থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। কিন্তু সন্ধ্যার পর তা জনারণ্যে রূপ নেয়। মেলার ভেতর কী বাহির, সব জায়গায় ছিল নারী-পুরুষ ও যুবক-যুবতীদের উপচে পড়া ভিড়। শেষ দিনে আসেন নানা বয়সী মানুষ। বিশেষ করে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কারণ, মেলার দক্ষিণ পাশে এক কোণায় ফাঁকা জায়গায় বসানো হয়েছিল বিভিন্ন রাইডস, যা বেশ উপভোগ করেছে শিশুরা। বিকেলে মিরপুর থেকে আসেন সোহানা-রাজু দম্পতি। সন্ধ্যার পর তারা বের হয়ে যান। তার আগে কথা হয় তাদের সঙ্গে। রাজু জানান, কদিন আগেও এমন লোক হয়নি। আজ যা হয়েছে তা রেকর্ড। মেলায় এর আগেও এসেছি কিন্তু আজই এত ভিড় দেখলাম! তার গিন্নি সোহানা বলেন, বাবুকে নিয়ে কীভাবে গেট দিয়ে বের হব সেটাই ভাবছি। পরে এই ভিড়ের মধ্যেই বাসার উদ্দেশ্যে রওনা দেন এই দম্পতি। তাদের সঙ্গে কথা বলার পর মেলায় প্রবেশ করে দেখা যায়, মেলার ভেতর চলছে অন্যরকম কারবার। প্রতিটি স্টলে উপচে পড়া ভিড়। মেলায় বসেছে এসেছে শাড়ি, থ্রি-পিস, রকমারি খাবার, তৈজসপত্র ও শখের জিনিস। কেউ কিনছেন, কেউ নেড়েচেড়ে দেখছেন। তবে মেলায় বিশেষ করে নারীদের থ্রি-পিস মিলছে মাত্র সাড়ে ৪৫০ থেকে ৫০০ টাকায়, যা দোকানিদের ভাষায় ‘ঝাড়ো অফার’।মেলা আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ইসহাক জানালেন, তারা শুরুর দিনগুলোতে এত লোকজন পাননি। কিন্তু আজ তাদের ব্যাপক সাড়া। এমনটি অন্যদিনগুলো থাকলে ভালো হতো। তবে তারা খুশি। মেলায় স্টলের পাশাপাশি শিশুদের বিভিন্ন রাইডসও রাখা হয়েছে। মেলার শেষদিনে বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন। তিনি বিকেলে মেলায় আসেন এবং মেলা ঘুরে ঘুরে দেখেনে। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। উপদেষ্টা বলেন, এ ধরনের মেলার আয়োজনের ফলে এক দেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের মেলবন্ধন তৈরি হয়।

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ্জ) মোঃ মতিউল ইসলাম ও যুগ্মসচিব ড. মোঃ মঞ্জুরুল হক, ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল ও অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস। এ সময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। হজ্জ সংক্রান্ত ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ। এজেন্সী স্বত্বাধিকারীদের পক্ষ থেকে বক্তব্য দেন আল কুতুব ট্রাভেলস-এর কুতুব উদ্দিন, আবাবিল হজ্জ গ্রুপের আলহাজ মোঃ আবু ইউসুফ, ইউরো এয়ার-এর মোঃ মাহমুদুর রহমান এবং চ্যালেঞ্জার ট্রাভেলস-এর সৈয়দ গোলাম সরওয়ার। সভায় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোঃ জামাল উদ্দিন মজুমদারসহ ব্যাংকের ঊধ্বতন নির্বাহীবৃন্দ ও হাব-এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

ঢাকায় হচ্ছে গ্র্যান্ড হায়াত হোটেল

ঢাকায় চালু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক চেইন হোটেল গ্র্যান্ড হায়াত। রাজধানীর তেজগাঁও-হাতিরঝিল লিংক রোডে আন্তর্জাতিক মানের এই হোটেল চালু করবে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই। বৃহস্পতিবার (২১ নভেম্বর) গ্র্যান্ড হায়াত হোটেলের ভিত্তিপ্রস্তর করা হয়। এমজিআই গ্রুপের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, ভাইস চেয়ারম্যান বিউটি আক্তার, গ্রুপ পরিচালক তানভীর মোস্তফা, তাহমিনা মোস্তফা, তানজিমা মোস্তফা ও তাসনিম মোস্তফা। এ ছাড়া উপস্থিত ছিলেন- গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক তায়েফ বিন ইউসুফ, নির্বাহী পরিচালক সামিরা রহমান, প্রকল্প পরিচালক সঞ্জয় প্রমুখ। এমজিআই জানিয়েছে, তেজগাঁও-হাতিরঝিল লিংক রোডে নির্মাণাধীন ‘এমজিআই টাওয়ার’-এ হবে হোটেলটির অবস্থান। নির্মাণাধীন ভবনটির নির্মাণ অংশীদার হিসেবে রয়েছে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন ৭ম ব্যুরো (সিএসসিইসি৭বি)। হাতিরঝিলের পাশে অবস্থিত নির্মাণাধীন এমজিআই টাওয়ারে থাকবে ৬টি ভূগর্ভস্থ ফ্লোর এবং মাটির ওপরে ৩৯টি ফ্লোর। যার উচ্চতা হবে ১৫২ দশমিক ৪ মিটার। পুরো প্রকল্প এলাকার আয়তন ১ লাখ ৪৬ হাজার বর্গমিটার। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক হায়াত হোটেলস করপোরেশন ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে বিশ্বের ৭৬টি দেশে তাদের ১ হাজার ৩৩৫টি হোটেল কার্যক্রম রয়েছে। হায়াত করপোরেশনেরই অন্যতম জনপ্রিয় হোটেল চেইন ব্র্যান্ড গ্র্যান্ড হায়াত।

এক সপ্তাহে রিজার্ভ বাড়ল ছয় কোটি দশ লাখ ডলার

এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছয় কোটি দশ লাখ ডলার বেড়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ ছয় কোটি দশ লাখ বেড়ে এক হাজার ৮৪৯ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে বিভিন্ন তহবিলসহ গঠিত মোট রিজার্ভ দুই হাজার ৪২৭ কোটি ডলার। পূর্বের সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের বিল পরিশোধের পর নভেম্বরের মাঝামাঝি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। আকু হল আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা। এর সদস্যদেশ হল বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। তবে, দেনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সম্প্রতি এ তালিকা থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা। আকুর বিল পরিশোধ ছাড়াও রিজার্ভ থেকে দৈনন্দিন ভিত্তিতে বিদেশি ঋণ ও ঋণের কিস্তি পরিশোধ করতে হয় বাংলাদেশকে। সরকারের জরুরি আমদানি ব্যয় পরিশোধে রিজার্ভ থেকে ডলার বিক্রিও করতে হয়। অন্য দিকে, বৈদেশিক ঋণ, অনুদান, প্রবাসী আয়ের নির্দিষ্ট অংশ বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ হিসেবে জমা হয়।

রমজানে খেজুর আমদানিতে শুল্ক কমালো এনবিআর

রমজানে খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি শুল্ক ও অগ্রিম আয়কর (এআইটি) কমালো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সুবিধা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। এর মধ্যে বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর খেজুর আমদানিতে শুল্ক ও এআইটি কমানোর প্রস্তাব দেয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। খেজুর আমদানিতে আগাম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে তিন শতাংশ, আগাম কর ৫ শতাংশ পুরোপুরি বাতিল এবং আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার সুপারিশ করে ট্যারিফ কমিশন। আমদানি করা খেজুরে ৬৩ দশমিক ৬০ শতাংশ করহার রয়েছে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার মূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার আমদানিনির্ভর খাদ্যপণ্যের শুল্ক-কর হ্রাস এবং ক্ষেত্র বিশেষে সম্পূর্ণ প্রত্যাহার করেছে। খেজুর একটি আমদানি নির্ভর ফল, যা সব শ্রেণির মানুষের ইফতারের অপরিহার্য উপাদান। প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান মাসে খেজুরকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিমিত্তে আমদানির ওপর বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে অর্থাৎ মোট করভার ৬৩ দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে ৩৮ দশমিক ৭০ শতাংশ করা হয়েছে। এনবিআর মনে করে খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক-কর কমানোর ফলে মানভেদে প্রতিকেজি খেজুর আমদানিতে ব্যয় প্রায় ৬০ থেকে ১০০ টাকা কমতে পারে। আমদানি পর্যায়ে শুল্ক-কর কমানোর ফলে খেজুরের আমদানি বাড়বে, বাজারে খেজুরের সরবরাহ বাড়বে এবং খেজুরের বিক্রয় মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে ফের দুদকে তলব

এস আলম ও তার সহযোগীদের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদকে) তলব করা হলেও তারা হাজির হননি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা ইয়াছির আরাফাতের সই করা আরেক তলব চিঠিতে তারাসহ মোট ১৭ জনকে আগামী ৮ ও ৯ ডিসেম্বর ফের হাজির হতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত ১১ নভেম্বর হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য চিঠি প্রেরণ করা হলেও ১৩ কর্মকর্তা হাজির হননি। একারণে পুনরায় হাজির হয়ে বক্তব্য/লিখিত বক্তব্য প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে হাজির হতে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্তে বর্ণিত কর্মকর্তাগণের কোনো বক্তব্য নেই মর্মে পরিগণিত হবে, এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া, অনীক তালুকদার, বেলাল হোসেন, অতিরিক্ত পরিচালক ছলিমা বেগম, এবং উপ-পরিচালক মো. জুবাইর হোসেন, মো. জিয়াউদ্দিন বাবলু, দেবাশীষ বিশ্বাস, খোরশেদুল আলম ও রুবেল চৌধুরীকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুদক। ৯ ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের যুগ্ন পরিচালক সৈয়দ এম আরিফ-উন-নবী, অতিরিক্ত পরিচালক মো. আনোয়ার হোসেন, মো. শোয়েব চৌধুরী, মো. মঞ্জুর হোসেন খান, শংকর কান্তি ঘোষ ও মো. আব্দুল রউফ এবং উপ-পরিচালক লেনিন আজাদ পলাশ ও পরিচালক মো. সরোয়ার হোসাইনকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন যুগ্ম পরিচালক বেলাল হোসেন, উপ-পরিচালক মো. জিয়াউদ্দিন বাবলু, দেবাশীষ বিশ্বাস এবং খোরশেদুল আলম।

আবারও বাড়ল সোনার দাম

টানা চার বার দাম কমার পর দ্বিতীয় দিনের মত আজকে বেড়েছে সোনার দাম। ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। বৃহস্প‌তিবার (২১ ন‌ভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (২২ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

কৃষি পণ্য রপ্তানিতে প্রণোদনার বিষয়ে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক

কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তার জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস ফ্রুটবার, ড্রিংকস জাতীয় পণ্য রপ্তানিতে নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। বর্তমানে এ খাতের রপ্তানিতে ১০ শতাংশ নগদ প্রণোদনা দেয় সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, কৃষিপণ্য (শাক-সবজি ও ফলমূল) এবং প্রক্রিয়াজাত (অ্যাগ্রো প্রসেসিং) কৃষিপণ্য রপ্তানিতে রপ্তানি প্রণোদনা নগদ সহায়তা প্রদান প্রসঙ্গে বলা হয়েছে, ২০১৯ সালে জারি করা এ সংক্রান্ত একটি সার্কুলারে ফল ও সবজি থেকে উৎপাদিত সব ধরনের পেস্ট, ফ্রুটবার, টিনজাত সামগ্রী, ডিহাইড্রেটেড সামগ্রী, জুস, ড্রিংকস রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রদানের নির্দেশনা রয়েছে।এর সঙ্গে সরকারি সিদ্ধান্ত স্পষ্ট করে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে অবস্থিত সহযোগী বা ভিন্ন প্রতিষ্ঠান থেকে গৃহীত এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস এবং ড্রিংক্স ইত্যাদি রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাবে। কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান সংক্রান্ত আগের জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। ২০২৪ সালের ১ জুলাই থেকে কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে ১০ শতাংশ হারে নগদ সহায়তা পাচ্ছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের এসএসসি উত্তীর্ণ মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, কাজী মাহমুদ করিম, সিনিয়র সক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জহুরুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানের শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের মূল্য কত কমানো সম্ভব, জানাল সিপিডি

দাম নির্ধারণ কাঠামোর সংস্কার হলে জ্বালানি তেলের মূল্য ১০-১৫ টাকা কমানো সম্ভব বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকার একটি হোটেলে ‘বাজারভিত্তিক জ্বালানির মূল্য: সরকারের নেতৃত্বাধীন উদ্যোগ এবং সম্ভাব্য সংশোধন’ শীর্ষক ডায়ালগে এ তথ্য জানায় সিপিডি। সিপিডি মূলপ্রবন্ধে জানায়, বাজারভিত্তিক ও আন্তর্জাতিক মানদণ্ডে মূল্য নির্ধারণ হলে জ্বালানি তেলের দাম ১০-১৫ টাকা কমানো সম্ভব। নিয়ন্ত্রক সংস্থাগুলো কীভাবে দাম নির্ধারণ করে তা পরিষ্কার না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) জ্বালানি তেলের দাম নির্ধারণ করার দায়িত্ব, কর্তৃত্ব বা মূল্য নির্ধারণ মডেল তৈরি করার আইনি কাঠামো দেয়ার প্রস্তাব দেয় সিপিডি। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, ‘তেলের মূল্য কমাতে তেল বিক্রি কার্যক্রম অটোমেশনের বিকল্প নেই। আমাদের স্টোরেজ ক্ষমতা কম, ডলারের মূল্য বৃদ্ধির কারণে ৫০০ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। বর্তমানে স্টোরেজ বাড়ানোর কাজ চলছে। এতে ব্যয়ও কমার পাশাপাশি মূল্যও কমবে।’ উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গেল ৩১ অক্টোবর নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে। ওই সময় ডিজেলের বিক্রয় দাম প্রতি লিটারে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়। কেরোসিনের দামও লিটারে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়। তবে, অকটেন ১২৫ টাকা লিটার ও পেট্রলের দাম ১২১ টাকা লিটার অপরিবর্তিত রাখা হয়।

ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন চাল

দেশের খাদ্য সরবরাহ বৃদ্ধি করতে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ কর্তৃক অনুমোদিত হয়। দেশের সরকারি খাদ্য মজুদ বৃদ্ধি করে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার স্বার্থে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৫টি দরপত্র জমা পড়ে। ৫টি প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স এসএইএল এগ্রি কমোডিটিজ লিমিটেড থেকে এই চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। প্রতি মেট্রিক টন ৪৭১.৬০ মার্কিন ডলার হিসেবে ৫০ হাজার টন চাল ক্রয়ে ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি কেজি চালের ক্রয় মূল্য ৫৬ টাকা ৫৯ পয়সা।

গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না

ব্যবসায়ীদের সতর্ক করে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না।’ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে টিসিবির পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় সভায় বশিরউদ্দীন আরো বলেন, ‘সরবরাহে কোন কৃত্রিম সংকট তৈরি করলে অথবা অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চাহিদা ও যোগানে ভারসাম্য ফিরিয়ে আনতে উৎপাদন বাড়াতে হবে।’ চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল।

বাংলাদেশ ব্যাংকে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ বিজয়

বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী পন্থী নীল দল। সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সব পদেই বিজয়ী হয়েছেন নীল দলের প্রার্থীরা। অপরদিকে বিএনপিপন্থী সবুজ দল থেকে জয়লাভ করেছেন মাত্র একজন প্রার্থী। বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হয়। এতে ১৫টি পদের মধ্যে নীল দল থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন - সভাপতি একেএম মাসুম বিল্লাহ। সহ-সভাপতি তানভির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ, সহ-সম্পাদক এ ইউ এম মান্না ভূইয়া, মোহাম্মদ তৌফিকুর রহমান খান, কোষাধ্যক্ষ আফসানা চৌধুরী, দপ্তর সম্পাদক সাগর সরকার। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন - মোস্তাক আহমেদ এসব প্রণয় রায় শুভ। আওয়ামী পন্থীদের এই বিজয়কে ঘিরে ব্যাংক খাতে বইছে সমালোচনার ঝড়। সংশ্লিষ্টরা বলছেন, ফ্যাসিবাদি আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকে আওয়ামী পন্থীদের এমন বিজয়কে আর্থিক খাতের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। ব্যাংকাররা বলছেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশের আর্থিক খাতে যে লুটপাট চলেছে তার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। এতদিন তারা আওয়ামী লীগের চাপে বিভিন্ন অপকর্মে জড়িত হওয়ার অজুহাত উপস্থাপন করতো। এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক আওয়ামী দোসরদের কব্জায় রয়েছে। নাম প্রকাশ না করে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের সকল খাতে আওয়ামী পন্থীরা কোনঠাসা হয়ে পড়লেও বাংলাদেশ ব্যাংকের চিত্র ভিন্ন । বিগত দুই গভর্নর ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদারের সাজিয়ে যাওয়া ছকেই চলছে কেন্দ্রীয় ব্যাংক। কোন অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর। সরকার পতনের পর অপরাধীদের সকল অপকর্মের তথ্য ধামাচাপা দিয়ে রেখেছে বিশেষ গোষ্ঠী। বিভিন্ন অনিয়ম, ঋণ জালিয়াতি এবং অর্থপাচারের তথ্য সাংবাদিকদের হাতে গেলে ওই কর্মকর্তাদের তালিকা তৈরি করে যারা বিশেষ গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতেন তারাই এখনো দাপটের সঙ্গে বাংলাদেশ ব্যাংক শাসন করছেন। দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার এমন দশা হলে চলমান সংস্কার কিভাবে সফল হবে এমন প্রশ্ন রাখেন সংশ্লিষ্টরা। অন্য প্যানেলগুলোর মধ্যে বিএনপিপন্থী সবুজ দল থেকে বিজয়ী একজন হলেন সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী। আর স্বতন্ত্র হলুদ দল থেকে বিজয়ী হয়েছেন পাঁচজন। তারা হলেন- সাংগঠনিক সম্পাদক রামেন্দু দাস পলাশ, প্রচার সম্পাদক শাহ মো. ইয়াকিমুল আলম, সদস্য শাহরিয়ার রহমান সামস, সাবিকুন নাহার শিরিন, আবিদ আলী মোগল।

ঢাকায় ৪০ টাকায় টিসিবির আলু কিনতে ঠাসাঠাসি

প্রায় দুই মাস ধরেই চড়া আলুর মূল্য। এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। বাজারের রাশ টানতে নিয়মিত পণ্যের সাথে এবার তা ৪০ টাকায় বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। জনপ্রতি নেওয়া যাবে তিন কেজি। ঢাকার ৫০টি পয়েন্টে বুধবার (২০ নভেম্বর) থেকে এ কার্যক্রম শুরুর পর সাড়া পড়েছে সাধারণ ক্রেতাদের মধ্যে। বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা উত্তর সিটির কারওয়ান বাজারে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোন দূরত্ব নেই। দীর্ঘ মেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি। বাজারের সিন্ডিকেট ভাঙতে আরো বেশি ব্যবসায়ী ও সরবারাহকারীদের বাজারে যুক্ত করার কাজ করছে সরকার।’ তিনি আরো বলেন, ‘সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া আলুতে স্বস্তি দিতেই ট্রাকসেল কার্যক্রমে যুক্ত করা হয়েছে এ পণ্য। সরাবরাহ বাড়াতে কাজ করছে সরকার। প্রয়োজনে সংকট সমাধানে আমদানি করা হবে দেশের বাইরে থেকে।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা জানান, মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণমানুষকে রক্ষা করতে বিভিন্ন পণ্যে শুল্ক প্রত্যাহার অব্যাহত রাখবে এনবিআর। দুই কেজি তেল, পাঁচ কেজি চাল ও মশুর ডালের সঙ্গে তিন কেজি আলু বিক্রি শুরু করেছে টিসিবি। যার প্যাকেজ মূল্য ৫৬০ টাকা। এছাড়া টিসিবির ট্রাকে যথারীতি ১০০ টাকা লিটার সয়াবিন, মসুর ৬০ ও চাল কেনা যাবে ৩০ টাকা কেজিতে। পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রমের পরিধি আরো বাড়ানোর দাবি ভোক্তাদের। ঢাকা দুই সিটির ৫০ পয়েন্টে চলছে টিসিবির এ কার্যক্রম। নতুন আলু বাজারে আসার পূর্ব পর্যন্ত তা চলবে।