আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান


News Defalt/IMG-20241121-WA0016.jpg
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের এসএসসি উত্তীর্ণ মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২১ নভেম্বর)  ব্যাংকের প্রধান কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান

অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, কাজী মাহমুদ করিম, সিনিয়র সক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জহুরুল হক উপস্থিত  ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানের শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×