কাশিমপুরের সাবেক জেলসুপার দুদকের মামলায় সিলেট কারাগারে


February 4 2025/prison1.jpg

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গত বছর অবসরে যাওয়া কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেলা সুপার শাহজাহান আহমেদকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

আজ বুধবার বিকেলে তিনি সিলেটের সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রোকনুজ্জামান তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আদালতে বেঞ্চ সহকারি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শাহজাহান আহমেদের আগে চট্রগ্রামের জেলসুপার ছিলেন। সর্বশেষ তিনি কাশেমপুর কারাগারের দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার এলাচিপুরের পরেশ আলী মিয়ার ছেলে। শাহজাহানের বিরুদ্ধে ২০২২ সালের ১৬ জানুয়ারি সিলেটে দুদক বাদী হয়ে মামলা করে। বর্তমানে স্পেশাল মামলা নং-৬/২৪। 

সিলেট কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানিয়েছেন নিয়োগ-সংক্রান্ত ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই সময় শাহজাহান চট্রগ্রামের জেলার ছিলেন। সেই মামলায় বুধবার তার জামিন নামঞ্জুর করেন আদালত। তিনি বর্তমানে সিলেট কারাগারে রয়েছেন। গত বছর শাহজাহান আহমেদ অবসরে যান বলে জানান জেলার।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×