এক সপ্তাহে শেয়ারবাজারে মূলধন কমল ১২ হাজার কোটি টাকা


2024-Novemer 18/DSE ShareMarket.jpg

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন গেল সপ্তাহে প্রায় ১২ হাজার কোটি টাকা কমে গেছে। ডিএসইএক্স সূচক কমেছে ১৫০ পয়েন্টের অধিক। সেই সঙ্গে কমেছে গড় লেনদেনের পরিমাণ।

গেল সপ্তাহের পাঁচ কার্য দিবসেই লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য কমেছে। ফলে, সপ্তাহের ব্যবধানে কমেছে সবগুলো সূচক। 

গেল বৃহস্পতিবার (২১ নভেম্বর) লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬২ হাজার কোটি টাকা, যা পূর্বের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ছয় লাখ ৭৪ হাজার কোটি টাকা। 

সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। গেল সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয় ৪৬৫ কোটি ৮০ লাখ টাকা। পূর্বে সপ্তাহে যা ছিল ৫৫৪ কোটি টাকা। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×