আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পিং অনুষ্ঠিত


News Defalt/IMG-20241124-WA0027.jpg
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার আয়োজনে “আর্থিক শিক্ষা ও আর্থিক সেবার" আওতায় স্কুল ব্যাংকিং ক্যাম্পিং-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (২৩ নভেম্বর)  সকাল দশটায় কুমিল্লা টমসম ব্রিজের ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এই ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। 

অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন আল আরাফাহ্ ব্যাংক পিএলসি কুমিল্লা শাখার শাখা ব্যবস্থাপক  মাজহারুল ইসলাম চৌধুরী।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর  উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের  নির্বাহী পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এবং মুখপাত্র,হুসনে আরা শিখা।
 
বিশেষ অতিথি ছিলেন  আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর প্রকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সিএমএআইডি-২ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং, একেএম আমজাদ হোসেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপালস, ড. মোহাম্মদ শফিকুল আলম হেলাল, শেখ আসাদুল হক, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট, এআইবি পিএলসি, এই সময় ছাত্র-ছাত্রীদেরকে আর্থিক শিক্ষা,ও আর্থিক ব্যাংকিং আট্যক্রমে  উদ্বুদ্ধ করার লক্ষ্যে  কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
কুইজ প্রতিযোগিতায়  ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের ৮ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সহ মোট সাতজনকে  বাইসাইকেল সহ মোট সাতটি পুরস্কার প্রদান করা হয়।
ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×