ঢাকায় ৪০ টাকায় টিসিবির আলু কিনতে ঠাসাঠাসি


2024-Novemer 18/Potato.jpg

প্রায় দুই মাস ধরেই চড়া আলুর মূল্য। এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। বাজারের রাশ টানতে নিয়মিত পণ্যের সাথে এবার তা ৪০ টাকায় বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। জনপ্রতি নেওয়া যাবে তিন কেজি। ঢাকার ৫০টি পয়েন্টে বুধবার (২০ নভেম্বর) থেকে এ কার্যক্রম শুরুর পর সাড়া পড়েছে সাধারণ ক্রেতাদের মধ্যে। 

বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকা উত্তর সিটির কারওয়ান বাজারে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে কোন দূরত্ব নেই। দীর্ঘ মেয়াদে পণ্যমূল্য কমাতে রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি। বাজারের সিন্ডিকেট ভাঙতে আরো বেশি ব্যবসায়ী ও সরবারাহকারীদের বাজারে যুক্ত করার কাজ করছে সরকার।’

তিনি আরো বলেন, ‘সাধারণের নাগালের বাইরে চলে যাওয়া আলুতে স্বস্তি দিতেই ট্রাকসেল কার্যক্রমে যুক্ত করা হয়েছে এ পণ্য। সরাবরাহ বাড়াতে কাজ করছে সরকার। প্রয়োজনে সংকট সমাধানে আমদানি করা হবে দেশের বাইরে থেকে।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা জানান, মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণমানুষকে রক্ষা করতে বিভিন্ন পণ্যে শুল্ক প্রত্যাহার অব্যাহত রাখবে এনবিআর। দুই কেজি তেল, পাঁচ কেজি চাল ও মশুর ডালের সঙ্গে তিন কেজি আলু বিক্রি শুরু করেছে টিসিবি। যার প্যাকেজ মূল্য ৫৬০ টাকা।

এছাড়া টিসিবির ট্রাকে যথারীতি ১০০ টাকা লিটার সয়াবিন, মসুর ৬০ ও চাল কেনা যাবে ৩০ টাকা কেজিতে। পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রমের পরিধি আরো বাড়ানোর দাবি ভোক্তাদের। 

ঢাকা দুই সিটির ৫০ পয়েন্টে চলছে টিসিবির এ কার্যক্রম। নতুন আলু বাজারে আসার পূর্ব পর্যন্ত তা চলবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×