
সরকার ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে। এ অর্থে ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) মাধ্যমে ইউরিয়া সার কেনার প্রস্তাব উপস্থাপন করে। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দেয়।
এর আগে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশজুড়ে ৬ লাখ ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানি করার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩০ হাজার টন সরাসরি সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে এবং দেশের কারখানায় ঘাটতি বা জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য আরও ৩ লাখ টন আমদানি করা হবে।
চুক্তি অনুযায়ী, প্রতি টন ইউরিয়া সারের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯০ মার্কিন ডলার। ফলে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩০ লাখ টন ইউরিয়া সার কেনার লক্ষ্য ধরা হয়েছে। এর মধ্যে সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে কেনার অংশ ৬ লাখ ৩০ হাজার টন।