
সাধারণ বিমা (নন-লাইফ) খাতে ব্যক্তি এজেন্টদের মাধ্যমে ব্যবসা পরিচালনার অনুমোদন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) স্থগিত করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো সাধারণ বিমা কোম্পানি ব্যক্তি এজেন্টের মাধ্যমে কাজ করতে পারবে না। এই নির্দেশনা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএর উপপরিচালক ও প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহমদ এস এম তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-লাইফ বিমা পলিসি গ্রাহকদের স্বার্থ সুরক্ষা, বিমাগ্রহীতাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিমা খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইডিআরএ জানিয়েছে, ইতোমধ্যেই নন-লাইফ বিমা খাতে সব ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে। এর ফলে ১ জানুয়ারির পর থেকে নন-লাইফ বিমা ব্যবসায় ব্যক্তি এজেন্টরা কোনো কমিশন বা কমিশনের নামে আর্থিক সুবিধা গ্রহণ বা প্রদানের সুযোগ পাবেন না।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ব্যক্তি এজেন্টদের মাধ্যমে ব্যবসায় অনিয়ম ও ঝুঁকি বৃদ্ধি পাচ্ছিল, যা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে করে বিমা খাতের নিয়ন্ত্রণ কাঠামো আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।