ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড


ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

ইসলামী ব্যাংক বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজ সাইবার হামলার শিকার হয়েছে। জনপ্রিয় এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পেজটি হ্যাক হওয়ার খবর প্রথম নিশ্চিত হয় শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে, যখন হ্যাকার গ্রুপ নিজেই একটি পোস্টের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণের বিষয়টি জানায়।

ঘটনার পর ফেসবুক পেজে প্রবেশ করে দেখা গেছে, পেজটির মূল নাম এখনো অপরিবর্তিত রয়েছে। তবে প্রোফাইল এবং কাভার ছবি সরিয়ে দিয়ে হ্যাকাররা নিজেদের গ্রুপের ছবি আপলোড করেছে।

প্রকাশিত পোস্টে হ্যাকার গ্রুপটি উল্লেখ করেছে, ‘পেজটি “এমএস ৪৭০এক্স” দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এই ঘোষণার পরপরই আরও কয়েকটি পোস্ট করা হয় ব্যাংকের সেই পেজ থেকে।

এখনও পর্যন্ত ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে হ্যাকিংয়ের এ ঘটনা ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×