স্মারক রৌপ্যমুদ্রার মূল্য বাড়ালো বাংলাদেশ ব্যাংক
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৮:৪০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংক দেশের স্মারক রৌপ্যমুদ্রার বাজার মূল্য বৃদ্ধি করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ব্যাংক জানিয়েছে, প্রতিটি স্মারক রৌপ্যমুদ্রার মূল্য (বাক্সসহ) এখন ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বরে এই মুদ্রার দাম ছিল সাড়ে ৮ হাজার টাকা, অর্থাৎ মাত্র কিছু দিনের ব্যবধানে প্রতি মুদ্রার দাম প্রায় আড়াই হাজার টাকা বেড়ে গেল।
এদিকে স্মারক স্বর্ণমুদ্রার ক্ষেত্রেও গত ১২ সেপ্টেম্বর একবার মূল্য সমন্বয় করা হয়েছিল। তখন এই মুদ্রার দাম ২০ হাজার টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। এক বছরের মধ্যে স্বর্ণমুদ্রার দাম মোট ৫৫ হাজার টাকা বাড়েছে। আজকের বিজ্ঞপ্তিতে স্বর্ণমুদ্রার দাম বাড়ানোর কোনো তথ্য না থাকলেও, বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় শিগগিরই এখানে নতুন মূল্য সংশোধনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম রেকর্ড স্তরে পৌঁছানোয় স্থানীয় বাজারের সাথে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের ১১.৬৬৪ গ্রাম স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা প্রতি ভরি।
অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা এবং ডলারের মূল্যমানের অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যকে এখন ‘সেফ হেভেন’ অর্থাৎ নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হচ্ছে। এর ফলে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বাজারে এই মূল্যবান ধাতুর চাহিদা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের স্মারক মুদ্রাগুলো সাধারণত সংগ্রাহক এবং বিশেষ উপহার হিসেবে বেশ জনপ্রিয়। তবে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ক্রেতা ও সংগ্রাহকদের ওপর চাপ বাড়ছে। অন্যদিকে অনেকের মতে, দাম বৃদ্ধির ফলে এই মুদ্রাগুলো বিনিয়োগের ক্ষেত্রে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।