ভারতীয় হাইকমিশনের আয়োজনে ঢাকায় ‘স্টার্টআপ কানেক্ট’


ভারতীয় হাইকমিশনের আয়োজনে ঢাকায় ‘স্টার্টআপ কানেক্ট’

ঢাকায় রবিবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় হাইকমিশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ কানেক্ট অনুষ্ঠান। এতে ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠাতা এবং ইকোসিস্টেম নেতা অংশগ্রহণ করে নেটওয়ার্কিং এবং নতুন অংশীদারিত্বের সুযোগ তৈরি করেন।

এই ইভেন্টটি ভারত ও বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের অগ্রগতি এবং সহযোগিতার পথকে সামনে আনে। অনুষ্ঠানটির লক্ষ্য ছিল দেখানো, কিভাবে দুই দেশের স্টার্টআপগুলো প্রযুক্তিগত উদ্ভাবন ও উদ্যোক্তাদের সক্ষমতা কাজে লাগিয়ে আন্তঃসীমান্ত সহযোগিতা শক্তিশালী করতে পারে এবং ভবিষ্যতের অংশীদারিত্বে অভিন্ন প্রবৃদ্ধি আনতে পারে।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা অনুষ্ঠানে বলেন, স্টার্টআপগুলো যুব সম্প্রদায়ের উদ্ভাবন এবং শক্তি উভয়কেই প্রতিফলিত করে। এটি কেবল কর্মসংস্থান সৃষ্টি বা সমস্যার সমাধান নয়, নতুন ধারণা ও অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশকে সংযুক্ত করার সেতু হিসাবেও কাজ করে।

ভার্মা আরও আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্ম ভবিষ্যৎমুখী সহযোগিতার শক্তির ওপর ভিত্তি করে ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য নতুন আখ্যান স্থাপন করবে।

অনুষ্ঠানে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এন করিম বিভিন্ন খাতে স্টার্টআপ খাতের দ্রুত প্রবৃদ্ধি সম্পর্কে বক্তব্য রাখেন। আইকোরি ও টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ তরুণ উদ্যোক্তাদের সুযোগের রূপরেখা তুলে ধরেন। শপআপ বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা আতাউর রহিম চৌধুরী ভারতের সঙ্গে অংশীদারিত্বের অভিজ্ঞতা শেয়ার করেন।

অংশগ্রহণকারীরা বিশ্বাস প্রকাশ করেছেন, এই ধরনের বিনিময় আন্তর্জাতিক উদ্ভাবন সহযোগিতা, তহবিল, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, কোয়েম্বাটুরে আগামী ৯-১০ অক্টোবর অনুষ্ঠিত হবে তামিলনাড়ু গ্লোবাল স্টার্টআপ সামিট (টিএনজিএসএস)। এতে বাংলাদেশি স্টার্টআপরা অংশ নেবে। এই বছরের সামিটে ৩৯টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করবেন এবং এটি বিনিয়োগকারী, শিল্প নেতা ও নতুন ব্যবসায়িক সুযোগের সঙ্গে স্টার্টআপগুলোকে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×