ব্যাংক খাত ধ্বংসে একক দায় এস আলমের: সিটি ব্যাংক এমডি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৫ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের ব্যাংকিং খাতে যে গভীর সংকট চলছে, তার জন্য একজন ব্যক্তিকে সরাসরি দায়ী করেছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। তার ভাষায়, “এস আলম একাই পুরো ব্যাংক খাত ধ্বংস করে দিয়েছেন।”
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক প্যানেল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ‘ব্যাংক খাতের সংকট, সংস্কার ও নিয়ন্ত্রণ’ শীর্ষক আলোচনায় দেশের ব্যাংকিং খাত নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ও বিশ্লেষণ তুলে ধরেন মাসরুর।
তিনি বলেন, “একজন মাত্র ব্যক্তি যেমন একটি ব্যাংক ধ্বংস করে দিতে পারে। উল্টোভাবে এক-দুজন সৎ পরিচালকও একটি ব্যাংকের সফলতার জন্য যথেষ্ট।” তার বক্তব্যে স্পষ্ট হয়, ব্যাংক খাতের দুরবস্থার পেছনে অব্যবস্থাপনা ও অনৈতিক আচরণ কতটা দায়ী।
মাসরুর আরেফিন জানান, দেশে বর্তমানে ব্যাংক থেকে নেওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ কোটি টাকা, যার মধ্যে প্রায় ১১ লাখ কোটি টাকা এখন সমস্যাপূর্ণ বা ‘ডিস্ট্রেসড’। বাংলাদেশের ৬০টি ব্যাংকের মধ্যে বিদেশি ব্যাংক বাদ দিলে ৫০টি স্থানীয় ব্যাংক রয়েছে। এর মধ্যে প্রায় ৪০টি ব্যাংকের আর্থিক অবস্থা সন্তোষজনক নয়। তিনি বলেন, এদের মধ্যে ১৫টি ব্যাংককে ‘জম্বি ব্যাংক’ বলে আখ্যায়িত করা হচ্ছে, যাদের অর্ধেকের বেশি ব্যাংকে লুটপাট হয়েছে।
প্যানেল আলোচনাটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় (ইউএপি) এবং জার্মানির ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন। আলোচনার শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মাহমুদ ওসমান ইমাম একটি খসড়া গবেষণাপত্র উপস্থাপন করেন।
আলোচনায় অংশ নেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন। অনুষ্ঠানটিতে ব্যাংকিং খাতের বিভিন্ন স্তরের পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।