সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো স্বপ্ন


সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো স্বপ্ন

দেশের শীর্ষ সুপারশপ ব্র্যান্ড স্বপ্ন আবারও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। আগামী দুই বছরের জন্য (২০২৫-২৬) সুপারস্টোর ক্যাটাগরিতে সুপারব্র্যান্ডস বাংলাদেশ এই ব্র্যান্ডকে সম্মাননা দিয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক গালা অনুষ্ঠানে বাংলাদেশের ২০২৫-২৬ সালের সুপারব্র্যান্ডসের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ‘স্বপ্ন’-এর পক্ষে মূল মঞ্চে উপস্থিত ছিলেন হেড অব কনজুমার ইন্সাইটস (বিজনেস রিসার্চ) মঈন উদ্দীন আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার আকিব রশীদ, মার্কেটিং অ্যানালিটিক্স ম্যানেজার তানজিল অভি ও জুনিয়র এক্সিকিউটিভ জারিন তাসনিম। এছাড়া উপস্থিত ছিলেন এসর্টমেন্ট ও ইনস্টোর এক্সপেরিয়েন্স ব্র্যান্ডিং উপদেষ্টা বুশরা জেরিন, হেড অব ট্রেড মার্কেট রিসার্চ নুসরাত জাহান, মিডিয়া ও পি-আর ম্যানেজার মো. কামরুজ্জামান (মিলু) এবং শব্দ প্রকৌশলী মো. ওবাইদুল ইসলাম।

‘স্বপ্ন’ আগেও টানা তিনবার সুপারব্র্যান্ডস সম্মাননা জিতেছে। এর পাশাপাশি টানা নবমবারের মতো সুপারশপ ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং টানা ষষ্ঠবার দেশজুড়ে সেরা ১০টি ব্র্যান্ডের মধ্যে অন্যতম হিসেবে নির্বাচিত হয়েছে।

এর আগে এশিয়ার মার্কেটিং কোম্পানি অফ দ্য ইয়ার ২০২০ এবং ষষ্ঠ এশিয়া মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পুরস্কারও জিতেছে স্বপ্ন। জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ মোট ১৮টি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করে এই সাফল্য অর্জন করেছে ব্র্যান্ডটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×