আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস সম্মাননা পেলো ওয়ালটন


আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস সম্মাননা পেলো ওয়ালটন

ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে অসাধারণ সাফল্যের জন্য টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশী টেক জায়ান্ট ওয়ালটন।

ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের সেবা ও পণ্য সরবরাহ করে গ্রাহকদের আস্থা অর্জন করায় এ স্বীকৃতি লাভ করেছে প্রতিষ্ঠানটি। লন্ডনভিত্তিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের প্রতিনিধি সংস্থা ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ ২০২৫-২৬ সালের জন্য ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়ালটনকে এ সম্মাননা দিয়েছে।

এর আগে ওয়ালটন ২০২০-২১ এবং ২০২৩-২৪ সালে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছিল। এর ফলে ছয় বছরের মধ্যে তিনবার এই সম্মাননা পাওয়ার কৃতিত্বে ওয়ালটন এখন বাংলাদেশের একমাত্র গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে সুপরিচিত।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ গালা ইভেন্টে ওয়ালটনকে ট্রফি ও সনদ প্রদান করা হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম ট্রফি ও সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

সুপারব্র্যান্ডস যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের ৯০টিরও বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের গ্রহণযোগ্যতা, আস্থা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা প্রদান করে। বাংলাদেশে এই পুরস্কার দেশের সবচেয়ে বিশ্বস্ত ও মানসম্পন্ন ব্র্যান্ডগুলোকে প্রদান করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×