বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

ফিলিপাইনের ব্যাংকে থাকা ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত


ফিলিপাইনের ব্যাংকে থাকা ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারে বড় অগ্রগতি ঘটেছে। আদালতের আদেশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) অ্যাকাউন্টে থাকা ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, “আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে।”

২০১৬ সালের ফেব্রুয়ারিতে অপরাধীরা সুইফট সিস্টেম ব্যবহার করে ৩৫টি ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভের নিউইয়র্ক শাখার বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার চুরি করার চেষ্টা চালায়। এর মধ্যে তারা ১০ কোটি ১০ লাখ ডলার লোপাট করতে সক্ষম হয়। এই অর্থের ২ কোটি ডলার শ্রীলঙ্কায় চলে যায়, যা পরে উদ্ধার করা হয়েছে। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ক্যাসিনোতে প্রবেশ করেছিল।

সিআইডির কর্মকর্তা জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী দায়েরকৃত মামলার তদন্তের অংশ হিসেবে ফিলিপাইনের আদালত ও বাংলাদেশি আদালতের সহযোগিতায় অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। এটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।

সিআইডির সূত্র জানায়, আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফিলিপাইনে থাকা এই অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ফিরিয়ে আনা হবে।

ফিলিপাইনের আরসিবি ব্যাংকে থাকা ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্তের বিষয়ে আজ বিকেলে (২১ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×