হাজার কোটি টাকার মালিকেরা এখন দৌড়ে বেড়াচ্ছেন: অর্থ উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:১৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার চর্চাও করা উচিত। ছোটবেলা থেকেই সঠিক শিক্ষায় নিজেকে গড়ে তুলতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন বলেন, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্য ও সম্প্রীতির ভূমি হিসেবে পরিচিত। আজকের অনুষ্ঠান সেই মর্যাদা পুনরায় দৃঢ় করেছে। শিক্ষায় বিনিয়োগ মানে কেবল শিক্ষার্থীকে সহায়তা করা নয়, বরং জাতির ভবিষ্যৎ গঠন করা। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঐক্য ও জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার দৃষ্টিভঙ্গি আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার চেষ্টা চলছে এবং বর্তমানে চিকিৎসকরা ঢাকার বাইরে যেতে চান না। অদূর কেরানীগঞ্জ থেকেও রাজধানীতে আসার জন্য আগ্রহ দেখানো হচ্ছে।
ড. সালেহউদ্দিন আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া এখনো অনুন্নত জেলা। এর উন্নয়নে জেলার প্রতিষ্ঠিত ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। তিনি জেলা সমিতিগুলোকে ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সমষ্টিগত স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান এবং নিজেদের মধ্যে মতবিরোধ ও মারামারি বন্ধে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এম এ খালেক বলেন, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে দেশকে রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও শিল্পী উপহার দিয়ে আসছে। আজ আমরা প্রতিজ্ঞা করছি ব্রাহ্মণবাড়িয়াকে তার মেধা ও অবদানের জন্যই চিনবে সবাই, নেতিবাচক কারণে নয়। এই বৃত্তি ও নতুন কমিটির অভিষেক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আজকের সমাবেশ কেবল উদযাপন নয়, বরং একটি নতুন আন্দোলনের সূচনা। বাংলাদেশ ও বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার উদ্যোগ। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে আমাদের সাফল্য সবাইকে জানানো হবে।
উচ্চশিক্ষায় কৃতী শিক্ষার্থীদের মধ্যে মোট ৩১২টি বৃত্তি বিতরণ করা হয় অনার্স স্তরে ২৫টি, এইচএসসি স্তরে ১৮২টি এবং এসএসসি স্তরে ১০৫টি। অনুষ্ঠানটি শেষ হয় ব্রাহ্মণবাড়িয়ার সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।