পাঁচদিনে ব্লক মার্কেটে ১২৪ কোটি টাকা লেনদেন


পাঁচদিনে ব্লক মার্কেটে ১২৪ কোটি টাকা লেনদেন

গেল সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ও ইউনিটের মোট লেনদেন দাঁড়িয়েছে ৩,৫০৫ কোটি ৩৩ লাখ টাকায়। এর পাশাপাশি এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৩১ লাখ টাকা। এই ব্লক মার্কেট লেনদেনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সোমবার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪৮ লাখ, মঙ্গলবার ২১ কোটি ১২ লাখ এবং বুধবার ২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। বৃহস্পতিবার শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ৩০ কোটি ৫ লাখ টাকা।

ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে খান ব্রাদার্সের শেয়ারে, যার মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ৭২ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসের শেয়ারদর দাঁড়িয়েছে ১৬৩ টাকা ৩০ পয়সা।

তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১৬ কোটি ২০ লাখ টাকায়। সপ্তাহ শেষে ব্যাংকের শেয়ারদর দাঁড়িয়েছে ৭০ টাকা ৫০ পয়সা। এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৯৩ লাখ টাকায়, সপ্তাহশেষে শেয়ারদর ৬৩ টাকা ২০ পয়সা।

ফাইন ফুডস লিমিটেডের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ১২ কোটি ৫৮ লাখ টাকায়, সপ্তাহ শেষে শেয়ারদর ৩০১ টাকা ৩০ পয়সা। প্রিমিয়ার ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৯২ লাখ টাকায়, শেয়ারদর ২৭ টাকা ৭০ পয়সা।

শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্য লেনদেনের মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন ৭ কোটি ১৮ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ৫ কোটি ৪৫ লাখ, সান লাইফ ইন্সুরেন্স ৫ কোটি ৫৮ লাখ, ম্যারিকো বাংলাদেশ ২ কোটি ৪৬ লাখ এবং রবি আজিয়াটা লিমিটেড ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×