ভোজ্যতেলের দাম বাড়াতে চায় বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো


ভোজ্যতেলের দাম বাড়াতে চায় বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে দেশের বাজারে সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা বাড়াতে চাইছে উৎপাদক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো।

রোববার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম প্রতি টনে ১ হাজার ২০০ ডলারে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে সয়াবিন ও পাম তেলের দাম ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে দাবি করে তারা দাম সমন্বয়ের প্রস্তাব দিয়েছে।

তবে বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, ব্যবসায়ীদের প্রস্তাবিত মূল্য বৃদ্ধি অতিরিক্ত। সচিব মাহবুবুর রহমান বলেন, “আন্তর্জাতিক বাজারের তুলনায় তাদের প্রস্তাব অস্বাভাবিক। আমরা বিষয়টি পর্যালোচনা করছি, এরপর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত হবে।”

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সাধারণত ব্যবসায়ীদের এমন প্রস্তাব যাচাই-বাছাই করে।

গত ১২ আগস্ট সরকার পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছিল। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থেকে ১৮৯ টাকাই রাখা হয়। এর আগে এপ্রিল মাসে সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেল ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ সেপ্টেম্বর থেকে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করেছে। ব্যবসায়ীদের দাবি, এ করও ভোজ্যতেলের বাজারে প্রভাব ফেলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×