পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সৌরবিদ্যুৎ স্থাপনার চুক্তি


পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সৌরবিদ্যুৎ স্থাপনার চুক্তি

পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ ও ৩-তে ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

প্রকল্পের আওতায় পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে। মোট ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন এই সিস্টেম থেকে প্রতিবছর প্রায় ৯,০০০ মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। এর ফলে বছরে আনুমানিক ৬,০০০ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে, যা প্রায় ২,৫০,০০০ গাছ রোপণের সমতুল্য অথবা প্রায় ১,২০০টি ফুয়েল চালিত গাড়ি সড়ক থেকে সরিয়ে পরিবেশকে নিরাপদ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, “নবায়নযোগ্য জ্বালানির এ উদ্যোগ আমাদের পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে সবুজ জ্বালানি সংযোজনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”

ওমেরা সোলারের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহিম বলেন, “ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে এই মাইলফলক প্রকল্পে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। দেশব্যাপী পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে বিশ্বমানের রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে দেশের বড় সেতু, টানেল ও সংশ্লিষ্ট অবকাঠামোর বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত। এটি জাতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড ইস্ট কোস্ট গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি দেশের শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলোর মধ্যে একটি এবং সৌরবিদ্যুতের ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট ও কনস্ট্রাকশন (EPC) সেবায় বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটি উদ্ভাবনী, দক্ষ ও টেকসই সৌর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির সহজলভ্যতা বাড়াতে কাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×