টানা দাম বৃদ্ধির পর অবশেষে কমল সোনার দাম
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১০:৩৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টানা আট দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমানো হলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা কমানো হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়। নতুন দাম বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার এক ভরির দাম হবে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। এর আগে ধারাবাহিকভাবে দাম বাড়তে বাড়তে তা ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায় পৌঁছেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি দাঁড়াবে ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেটের ভরি হবে ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকায়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
তবে এবার রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে ৩ হাজার ৪৭৬ টাকা। ২১ ক্যারেটের ভরি ৩ হাজার ৩১৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি বিক্রি হবে ২ হাজার ১৩৫ টাকায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।