বিকাশ ওয়ালেটে রেমিট্যান্স পাঠাতে গালফ এক্সচেঞ্জের সঙ্গে নতুন চুক্তি


বিকাশ ওয়ালেটে রেমিট্যান্স পাঠাতে গালফ এক্সচেঞ্জের সঙ্গে নতুন চুক্তি

বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য দেশে টাকা পাঠানোকে আরও সহজ ও নিরাপদ করতে একত্রে কাজ করতে যাচ্ছে কাতারের শীর্ষ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ এবং বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম বিকাশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পার্টনারশিপের ফলে কাতারে অবস্থানরত প্রবাসীরা সরাসরি দেশে থাকা স্বজনের বিকাশ ওয়ালেটে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এতে তাৎক্ষণিকভাবে টাকা হাতে পেয়ে যাবেন তাদের পরিবার। প্রেরিত অর্থ বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক হয়ে বিকাশের নিরাপদ ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছে যাবে প্রাপকের কাছে। দ্রুত টাকা পৌঁছানো, ভালো বিনিময় হার ও সহজ ব্যবহারের সুবিধা সব মিলিয়ে এটি প্রবাসী ও তাদের প্রিয়জনদের জন্য হয়ে উঠবে নির্ভরযোগ্য সেবা।

সম্প্রতি দোহায় গালফ এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন গালফ এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমাদ আলী আল-সারাফ, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আহমাদ আলী আল-সারাফ বলেন, বিকাশের মতো বিশ্বস্ত ও বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে আমরা বাংলাদেশি গ্রাহকদের জন্য টাকা পাঠানোর আরও দ্রুত, নিরাপদ ও সহজ সমাধান দিতে পারছি। এতে আমাদের উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি আরও দৃঢ় হলো।

অন্যদিকে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, গালফ এক্সচেঞ্জের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের বৈশ্বিক রেমিট্যান্স নেটওয়ার্ককে শক্তিশালী করবে। এর ফলে বিদেশে থাকা বাংলাদেশিরা আরও সহজে পরিবারকে টাকা পাঠাতে পারবেন। এই নতুন চ্যানেলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অর্থ পৌঁছে যাবে প্রাপকের কাছে, যা শুধু পরিবারকেই সহায়তা করবে না, বরং দেশের অর্থনীতিতেও অবদান রাখবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×