বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
যুক্তরাষ্ট্রের মন নরম করতে তুলা আমদানির চিন্তা সরকারের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:০৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের নতুনভাবে আরোপিত ২০ শতাংশ শুল্ক কমানোর জন্য দেশটির বাণিজ্য প্রতিনিধি দলকে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, প্রতিনিধি দল আশ্বাস দিয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তির সময় এই মাসের মধ্যে জানা যাবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের আলোচনা হয়। পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে চলমান আলোচনার ধারাবাহিকতায় আজকের বৈঠক কোনো নির্দিষ্ট বিষয়ে হয়নি। বাণিজ্য ঘাটতি কিছুটা কমানো হয়েছে, তাই শুল্ক আরও কমানোর আহবান জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছে, তবে আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি। এখন শুল্ক কমার আরও সম্ভাবনা আছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। অগ্রগতি এখন পর্যন্ত সন্তোষজনক। আশা করছি, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করলে আরও সুবিধা পাওয়া যাবে।
বাণিজ্য উপদেষ্টা উল্লেখ করেন, ২০৩৪ সালের আগে বোয়িং কোনো উড়োজাহাজ সরবরাহ করতে পারবে না। তাই বোয়িং কেনার মাধ্যমে তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদে বাণিজ্য ঘাটতি কমবে। সরকার আরও বেশি বাণিজ্য ঘাটতি কমাতে আগ্রহী।