উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা


উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সেবাখাতে দুর্নীতির মাত্রা এখনো উদ্বেগজনক, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, উপদেষ্টা হওয়ার আগে ব্যক্তিগতভাবে তাঁকেও ঘুষ দিতে হয়েছিল একটি কাজ দ্রুত করাতে।

"কাজটি যাতে সময়মতো হয়, সে জন্য বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ দিতে হয়েছে," বলেন তিনি। "এবং বলতে হয়েছে এটা চা-নাশতা খাওয়ার জন্য। মানুষ এগুলো থেকে নিস্তার চায়। দয়া করে আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতে কৃপণতা করবে না।"

রোববার, ১৪ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সফটওয়্যার (TIMS) এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

ড. সালেহউদ্দিন আরও বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের কথা উঠলেই অনেকেই বিদেশি হার্ডওয়্যারের দিকে ঝুঁকে পড়েন, যা বাংলাদেশকে প্রযুক্তির ক্ষেত্রে অপ্রয়োজনীয়ভাবে বিদেশনির্ভর করে তুলছে।

“বাইরের লোকজন আসলে খরচও বেশি পড়ে। অনেক সময় দেখা যায় তারা কাজের চেয়ে বেশি কথা বলেন। যদিও কেউ কেউ ভালো কাজ করেন, তবে কিছু ক্ষেত্রে এর পেছনে অসৎ উদ্দেশ্যও লুকিয়ে থাকে,” তিনি বলেন।

আন্তর্বর্তী সরকার হলেও জনগণের জন্য কাজ করছে উল্লেখ করে ড. সালেহউদ্দিন সংশ্লিষ্ট সবাইকে সরকারের কাজকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, “বাইরের মানুষ অনেক কিছু দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েন। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। আমরা যেসব উদ্যোগ নিচ্ছি, ভবিষ্যতের সরকারও সেগুলো কাজে লাগাতে পারবে।”

আইনজীবীদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, কিছু আইনজীবী ঘুরিয়ে-পেঁচিয়ে অতিরিক্ত টাকা আদায় করেন, অথচ একই কাজ সোজাসাপটা ও আন্তরিকতার সঙ্গে করলে ক্লায়েন্টরাও খুশি মনে সেই অর্থ দিতে রাজি থাকেন।

এক বক্তার মন্তব্য টেনে ড. সালেহউদ্দিন বলেন, “টাকা-পয়সা ছাড়াই ট্যাক্স রিটার্ন দাখিল করে দেওয়া সম্ভব নয়। বরং মানসম্মত সেবা দিন, মানুষ বিনা আপত্তিতে সেই অর্থ দেবে।”

তিনি জানান, এনবিআর বর্তমানে আয়কর রিটার্ন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করছে এবং কর আইনজীবীদের প্রশিক্ষণ প্রদান করছে। এই উদ্যোগে রাজস্ব আদায় আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। “অনলাইনভিত্তিক কার্যক্রম ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের জন্যই সুফল বয়ে আনবে,” বলেন অর্থ উপদেষ্টা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×