ট্রাস্ট ব্যাংকের এটিএম ও ডেবিট কার্ড পরিষেবা ৩ দিন বন্ধ থাকবে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:০৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ট্রাস্ট ব্যাংক জানিয়েছে, কারিগরি সেবার মানোন্নয়নের কারণে তাদের কিছু পরিষেবা নির্দিষ্ট সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে গ্রাহকরা ডেবিট কার্ড লেনদেন, পিওএস (POS) পরিষেবা, এটিএম এবং এসএমএস/ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন না।
সেবা বন্ধের সময়সূচী:
শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার রাত ১২:০১
শেষ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার দুপুর ২:০০
ব্যাংক এই অপরিহার্য রক্ষণাবেক্ষণের কারণে সম্ভাব্য অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে।
অধিক তথ্যের জন্য গ্রাহকরা ট্রাস্ট ব্যাংকের কল সেন্টার ১৬২০১-এ যোগাযোগ করতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট www.tblbd.com
ভিজিট করতে পারেন।