বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে: বাণিজ্য উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:১৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে চীনের বিনিয়োগ গত কয়েক বছরে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তার মতে, যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যেতে সক্ষম হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’ এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শেখ বশির উদ্দিন বলেন, আমাদের দুর্বলতা চিহ্নিত করতে হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগোতে হবে। বিশেষ করে উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ বড় ধরনের সুবিধা পাবে।
তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিকভাবে দেশটি এখনো পিছিয়ে আছে।
সড়ক অবকাঠামো ও পরিবহন খাতে সহযোগিতা চেয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারায়, যা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে। এ অবস্থার পরিবর্তনে অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী চীনের কাছে এই বিষয়ে সহায়তা চাওয়া হয়েছে।