শুল্ক আলোচনায় আবারও ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল


শুল্ক আলোচনায় আবারও ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত বাড়তি ২০ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করতে আগামী রোববার দুই দিনের সফরে ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশে নামানো হলেও এখনো দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি বাণিজ্য চুক্তির খসড়া তৈরি হয়েছে। ঢাকায় এসে সেই খসড়া চূড়ান্ত করার বিষয়ে বৈঠক করবে মার্কিন প্রতিনিধিদল। আলোচনায় শুল্ক আরও কমানোর প্রসঙ্গও উঠতে পারে।

শুক্রবার ঢাকার আইসিসিবিতে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আগামী রোববার যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। তাদের সঙ্গে ট্যারিফ কাঠামো কীভাবে সাজানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে আসা প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার বিষয়ে দর-কষাকষি চলছে।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, আমরা যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যের শুল্ক আরও কমানোর চেষ্টা করছি। আসন্ন সফরে মূল ফোকাস হবে দ্রুত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা এবং শুল্ক হ্রাস নিশ্চিত করা।

জানা গেছে, সফরকালে মার্কিন প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×