সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির দাম, স্বস্তি কেবল ডিমে


সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুরগির দাম, স্বস্তি কেবল ডিমে

রাজধানীর বাজারে ক্রেতাদের কষ্ট যেন পিছু ছাড়ছে না। সবজির লাগামহীন দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। যদিও ডিমের দামে কিছুটা স্বস্তি দেখা গেছে, তবে নিত্যপণ্যের সার্বিক চিত্র এখনো ভোক্তাবান্ধব নয়।

শুক্রবার সকালে রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে, আলু বাদে প্রায় সব ধরনের সবজির দাম চড়া অবস্থানে রয়েছে। এছাড়া চাল, মাছ, ডাল, আটা, ময়দা ও চা পাতার দামেও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

ব্রয়লার মুরগির দাম গত এক সপ্তাহে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে এখন ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ১৭০-১৮০ টাকা। কারওয়ান বাজারের এক মুরগি বিক্রেতা বলেন, ‘সবজি-মাছের চাহিদা বেশি হওয়ায় দাম কিছুটা বেড়েছে। তবে ২০০ টাকা পর্যন্ত মুরগির দাম স্বাভাবিক।’

অন্যদিকে ডিমের বাজারে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায়, অঞ্চলভেদে প্রতি ডজন লাল ডিমের দাম ৫-১০ টাকা কমে বর্তমানে ১৪০ টাকায় নেমে এসেছে, যা আগে ছিল ১৫০ টাকা। তবে এখনো কিছু দোকানে এক হালি ডিম ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে বাজারে ৮০ টাকার নিচে সবজি খুঁজে পাওয়া মুশকিল। বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০-১৪০ টাকায়। বরবটি, করলা, চিচিঙ্গা ও কচুর লতির দাম ১০০-১২০ টাকা, ধুন্দল বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। ঝিঙ্গা, পটল ও ঢ্যাঁড়সও ৮০ টাকার আশেপাশে রয়েছে।

তবে তুলনামূলকভাবে আলুর বাজার এখনো স্থিতিশীল। প্রতি কেজি আলু ঢাকায় বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। কম দামে পাওয়া সবজির মধ্যে রয়েছে পেঁপে, যার দাম প্রতি কেজি ৩৫–৪০ টাকা। শাকের বাজারেও চাপ রয়ে গেছে, লাল শাক, কলমি ও হেলেঞ্চা বিক্রি হচ্ছে আঁটিপ্রতি ২০ টাকায়, আর পুঁইশাকের দাম উঠেছে ৪০-৫০ টাকা আঁটি।

চালের বাজারে ভোক্তাদের জন্য এখনো স্বস্তির খবর নেই। মিনিকেট চাল মানভেদে বিক্রি হচ্ছে ৭২-৮৫ টাকা কেজিতে। নাজিরশাইল চাল ৭৫-৯৫ টাকা, ব্রি-২৮ চাল ৬২ টাকা এবং মোটা স্বর্ণা চাল ৫৮-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও গত দুই সপ্তাহে মিনিকেট চালের দামে কিছুটা কমতি দেখা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×