মার্কিন সরকারের প্রতিনিধি দল ঢাকায় আসছে


মার্কিন সরকারের প্রতিনিধি দল ঢাকায় আসছে

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত পাল্টা শুল্ক হ্রাসের বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) দলের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্বে থাকবেন ব্রেন্ডেন লিঞ্চ, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বাণিজ্যনীতির বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ১৪ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকা আসবেন লিঞ্চ। এর আগে তিনি গত বছর জুলাই মাসে, অভ্যুত্থানের আগে ও পরে দুইবার ঢাকা সফর করেছিলেন। তবে শুল্ক সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে এটি হবে তার প্রথম সফর।

সূত্র আরও জানায়, সর্বশেষ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছিল। বাংলাদেশ সরকার এখন সেই হার আরও কমিয়ে আনার বিষয়ে আলোচনা করতে চায়। লিঞ্চের সফরে এ বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হবে। সফরের আগে উভয় দেশ শুল্ক সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়ে চূড়ান্ত আলোচনায় বসবে। আলোচনায় চুক্তি সংক্রান্ত যেসব বিষয় এখনো মীমাংসিত হয়নি, সেগুলোও তুলে ধরা হবে।

এছাড়া, বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক ছাড়াও লিঞ্চের সাক্ষাৎ হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×