সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স বেড়ে ১.১৮ বিলিয়ন ডলার


সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স বেড়ে ১.১৮ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এ সময়ে প্রবাসীরা ১ হাজার ১৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ে পাঠানো ৮৩৩ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২২.৩ শতাংশ বেশি।

এছাড়া চলতি অর্থবছরের (জুলাই–সেপ্টেম্বরের ৯ তারিখ পর্যন্ত) মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৫ হাজার ৯১৮ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৪ হাজার ৯৭১ মিলিয়ন ডলার।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×