বহুজাতিক কোম্পানির অর্থপাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকের কড়া নজরদারি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:০৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫

অবৈধ অর্থপাচার রোধে বহুজাতিক কোম্পানিগুলোর ওপর বাংলাদেশ ব্যাংকের তীক্ষ্ণ নজরদারি আরও শক্তিশালী করা হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ অর্থপাচার দমন করতে কঠোর নজরদারি চালানোর পরামর্শ দেন।
ড. কবির আহাম্মদ বলেন, "বহুজাতিক কোম্পানিগুলো প্রায়ই 'ট্রান্সফার প্রাইসিং'-এর অপব্যবহার করে অবৈধভাবে অর্থ স্থানান্তর করে। এর ফলে দেশের রাজস্ব ক্ষতি হয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি হয়।" তিনি আরও জানান, এই ধরনের প্রতারণা চিহ্নিত করতে কর্মকর্তাদের ফরেনসিক পরিদর্শনে বিশেষ গুরুত্ব দিতে হবে এবং প্রশিক্ষণকে মানবসম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম এই প্রশিক্ষণকে বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অপরিহার্য উল্লেখ করে বলেন, "আমরা আশা করি, এই প্রশিক্ষণ কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক মো. কামরুজ্জামান ‘ট্রান্সফার প্রাইসিং’-এর মূল ধারণা ও এর মাধ্যমে অবৈধভাবে মুনাফা দেশের বাইরে স্থানান্তরের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালার বিভিন্ন সেশনে ব্রাঞ্চ অফিস, ইপিজেড কোম্পানি এবং ডিজিটাল অর্থনীতির মতো আধুনিক চ্যালেঞ্জ সম্পর্কেও আলোচনা হয়েছে।