প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ব্র্যাক-স্কয়ারের নতুন অংশীদারিত্ব


প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় ব্র্যাক-স্কয়ারের নতুন অংশীদারিত্ব

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে যৌথ উদ্যোগে কাজ করতে যাচ্ছে ব্র্যাক ও দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্দেশ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

চুক্তির ফলে ব্র্যাকের বিস্তৃত কমিউনিটি নেটওয়ার্ক ও উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত হবে স্কয়ারের স্বাস্থ্যসেবা ও ওষুধ উৎপাদন সম্পর্কিত বিশেষজ্ঞতা। এর মাধ্যমে প্রাথমিকভাবে মাতৃ ও শিশুস্বাস্থ্য, সংক্রামক ও অসংক্রামক রোগ, চোখের সেবা এবং মানসিক স্বাস্থ্য খাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, স্বাস্থ্যব্যবস্থা উন্নয়ন, ডিজিটাল স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বাস্থ্যখাতে নতুন উদ্ভাবন নিয়েও কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (অর্থ ও কৌশল) মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন। এ সময় ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র পরিচালক ড. মো. আক্রামুল ইসলাম এবং স্কয়ারের বিপণন পরিচালক মো. আতিকুজ্জামানও উপস্থিত ছিলেন।

উভয় প্রতিষ্ঠান জানায়, এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে তারা কাজের বিস্তার ঘটাবে, অভিজ্ঞতা বিনিময় করবে এবং যে জনগোষ্ঠীর জন্য কাজ করছে তাদের প্রতি দায়বদ্ধতা আরও জোরদার করবে। উদ্যোগটি প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানো এবং দেশের জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

পটভূমি তথ্য:
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ১৯৮৫ সাল থেকে বাংলাদেশে শীর্ষ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। তারা ওষুধ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিক্রয় ও বিতরণের সঙ্গে যুক্ত।

অন্যদিকে, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে থাকা মানুষের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে কাজ করছে এবং একাধিক বছর ধরে জেনেভাভিত্তিক এনজিও অ্যাডভাইজরের মূল্যায়নে বিশ্বের এক নম্বর উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×