দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন: অর্থ উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:০৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশকে প্রতিটি বছরের জন্য প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন দুর্যোগ মোকাবিলার জন্য। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে মাত্র এক থেকে দুই বিলিয়ন ডলার পাওয়ার আশা করা যায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে অনুষ্ঠিত ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ’ সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও ব্যাপক। দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। সামনে আইএমএফের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের নেগোসিয়েশন করা হবে।”
তিনি আরও বলেন, “দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষ এগিয়ে আসে। স্থানীয় সম্প্রদায় নিজেদের প্রচেষ্টায় প্রাথমিক সহায়তা দিয়ে থাকে। কেউ যদি শুধু ঢাকা থেকে ফায়ার সার্ভিসের সাহায্য আশা করে বসে থাকে, তবে তা যথাযথ হবে না।”
অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জন্যও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “সাংবাদিকদের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ বিষয়ে সতর্কতা বৃদ্ধির কাজ করতে হবে। যেমন জাপানের শিক্ষার্থীরা দুর্যোগ সচেতন, আমাদেরও শিশুদের ছোটবেলা থেকে এই বিষয়ে সচেতন করতে হবে।”
প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও প্রেস সচিব শফিকুল আলম, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলু কাদের।