আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ


আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ

দেশে স্বর্ণের বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণে নতুন করে ২ হাজার ৭১৮ টাকা যোগ হয়ে দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার, ৮ সেপ্টেম্বর থেকে নতুন দর কার্যকর হবে।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ায় ভরির দামে নতুন সমন্বয় আনা হয়েছে।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর বাজুস ভরিতে ৩ হাজার ৪৪ টাকা দাম বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছিল ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, যা সে সময় পর্যন্ত রেকর্ড ছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×