ছয় দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৬১ কোটি টাকা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১২:৫০ এম, ০৮ সেপ্টেম্বর ২০২৫

সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার ১৬১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক রোববার (৭ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরের ছয় দিনে প্রতিদিন গড়ে আট কোটি ৬০ লাখ ২৫ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এটি গত বছরের সেপ্টেম্বরের দৈনিক আয় আট কোটি এক লাখ ৩৭ হাজার ডলারের থেকে বেশি এবং গত আগস্টের দৈনিক আয় আট কোটি সাত লাখ ২৯ হাজার ৬৬৬ ডলারেরও বেশি।
অর্থাৎ, গত বছরের একই মাস ও গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স বেড়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে এসেছে আট কোটি ৬৬ লাখ ৫০ হাজার ডলার, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে চার কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৩৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংক থেকে ১৩ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।