আগস্টে মূল্যস্ফীতি ৮.২৯%, যা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন


আগস্টে মূল্যস্ফীতি ৮.২৯%, যা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন

আগস্ট মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি সামান্য কমে ৮.২৯ শতাংশে নেমেছে, যা জুলাই মাসে ছিল ৮.৫৫ শতাংশ। তবে একই সময়ে খাদ্যপণ্যের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৫৬ শতাংশ, যা আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ৭.৬০ শতাংশ।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৫২ শতাংশ, ২০২৩ সালে ৯.৯২ শতাংশ, আর ২০২৪ সালের আগস্টে তা বেড়ে ১০.৪৯ শতাংশে দাঁড়িয়েছিল। চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্টে মূল্যস্ফীতি ০.২৬ শতাংশ কমেছে।

খাদ্যবহির্ভূত খাতে আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৯০ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাই মাসে ছিল ৯.৩৮ শতাংশ। ২০২৪ সালের আগস্টে এই হার ছিল ৯.৭৪ শতাংশ।

অন্যদিকে, স্বল্প আয়ের দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির হার সামান্য কমে ৮.১৫ শতাংশে দাঁড়িয়েছে। ফলে টানা ৪৩ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় বাড়ছে। মূল্যস্ফীতির সঙ্গে মজুরি না বাড়লে নিম্নবিত্তরা ক্রয়ক্ষমতা হারাচ্ছে এবং দৈনন্দিন জীবনযাত্রার চাপ বৃদ্ধি পাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×