জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্যের আংশিক প্রচার হয়েছে: সালাহউদ্দিন


জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্যের আংশিক প্রচার হয়েছে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা কখনই সফল হবে না। তিনি বলেন, “আমার বক্তব্যের মাধ্যমে জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি। ঐক্যের মধ্যে কলঙ্কের দাগ লাগুক তা আমরা চাই না। তাই বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে।”

আজ রোববার রাজধানীর গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই সনদ স্বাক্ষরের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষকে ঘিরে তার বক্তব্যের একটি অংশ কেটে প্রচার করা হয়েছে, যা বাস্তবতার আংশিক প্রতিফলন। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলে যে বক্তব্য প্রচার করা হয়েছে, সেটি কাটছাঁট করে আংশিকভাবে পরিবেশিত হয়েছে। আমি সকলের প্রতি আহ্বান জানাই, বক্তব্য কাটিং করে প্রচার না করতে।”

সালাহউদ্দিন আরও জানান, জামায়াতের আমিরও একই বিষয়ে স্ট্যাটাস দিয়েছেন, সেটি তিনি সমর্থন করেন। তিনি বলেন, “গতকালের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। এক রাজনৈতিক দল আমাকে ক্ষমা চাইতে বলেছে, আমি এটাকে স্বাগত জানাই। আমার বক্তব্যকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”

তিনি দাবি করেন, শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু উশৃঙ্খল ব্যক্তির কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, কিন্তু জুলাই যোদ্ধাদের সঙ্গে তাদের সম্পর্ক নেই। সালাহউদ্দিন বলেন, “আমি বলেছি, যাতে জুলাই যোদ্ধাদের ছোট করে কথা বলা না হয় এবং কেউ তাদের সম্মানহানি করতে না পারে। আমরা সবসময় তাদের সম্মান করি। জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, তারা আমাদের শক্তি।”

এছাড়া তিনি গণভোট বিষয়ক প্রশ্নে বলেন, প্রয়োজনে এ নিয়ে পুনরায় আলোচনা হতে পারে এবং আশা প্রকাশ করেন, সবকিছু বিবেচনায় সরকার প্রজ্ঞাপন জারি করবে।

এর আগে গত শনিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সালাহউদ্দিন জুলাই যোদ্ধাদের বিষয়ে মন্তব্য করেছিলেন। এরপর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবাদ জানিয়েছে এবং বিষয়টি নিয়ে সমালোচনা দেখা দিয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×