পুঁজিবাজারে বড় কোম্পানি আনার সিদ্ধান্তে ডিবিএ’র অভিনন্দন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:১০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে স্থানীয় ও আন্তর্জাতিক বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার জন্য আইনি বাধ্যবাধকতা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনার জন্য আইনি কাঠামো পুনর্বিবেচনা শুরু করেছে সংস্থাটি।
বুধবার (৩ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের স্টক ব্রোকারদের একমাত্র সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বার্তায় বলেন, “দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে ভালো কোনো কোম্পানি আসেনি। ভালো কোম্পানির অভাবে দেশি-বিদেশি বিনিয়োগকারীর উল্লেখযোগ্য অংশগ্রহণ হয়নি, যার কারণে বাজার স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি।”
তিনি জানান, প্রধান উপদেষ্টার সুনির্দিষ্ট নির্দেশনা বাস্তবায়নে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তার নেতৃত্বাধীন কমিশনের এই পদক্ষেপ সময়োপযোগী। তিনি বলেন, মে মাসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিবিএ যে দাবি তুলেছিল, এই উদ্যোগে তার প্রতিফলন দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএসইসির কার্যকর পদক্ষেপ ইতোমধ্যে বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
ডিবিএ আরও জানিয়েছে, “দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বিনিয়োগকারী ও বাজার মধ্যস্থতাকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। কমিশনের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হলে বাজারে পণ্যের বৈচিত্র্য বাড়বে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীর চাহিদা পূরণে সহায়তা করবে এবং সামগ্রিকভাবে পুঁজিবাজারকে শক্তিশালী করবে।”
সংগঠনটি আশ্বাস দিয়েছে, পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য বিএসইসি কর্তৃক গৃহীত প্রতিটি ইতিবাচক পদক্ষেপে তারা সহযোগিতা অব্যাহত রাখবে।