বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩৯ বিলিয়ন ডলারে পৌঁছালো
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১.৩৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬.৪০ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রিজার্ভের এই অবস্থা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার সমর্থন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।