মাতারবাড়ীকে সিঙ্গাপুর-সাংহাই বন্দরের মতো করতে চায় সরকার: বিডা চেয়ারম্যান


মাতারবাড়ীকে সিঙ্গাপুর-সাংহাই বন্দরের মতো করতে চায় সরকার: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, আগামী ৩০ বছরের মধ্যে মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলে সিঙ্গাপুর ও সাংহাই বন্দর শৈলীর উন্নতমানের বন্দরের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জিডিপিতে দেড়শ বিলিয়ন ডলারের অবদান আসবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মাতারবাড়ীকে কেন্দ্র করে ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার রফতানি হবে। ২০৫৫ সালের মধ্যে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের চেহারা পুরো বদলে যাবে।

বিডা চেয়ারম্যান আরও জানান, এলাকার শিল্পায়নের জন্য গ্যাস ও নিউক্লিয়ার পাওয়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রথম পাঁচ বছরে ডিপসির কার্যক্রম চালু করা হবে, এবং পরবর্তী পাঁচ বছরে রেল সংযোগ স্থাপন করা হবে।

তিনি জানান, ২০৪৩-৪৫ থেকে ২০৫৫ সালের মধ্যে কক্সবাজার ও মহেশখালী পুরোপুরি পর্যটনকেন্দ্রিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া, অন্তর্বর্তী সরকারের আমলে ১২০ দিনের মধ্যে ভিশন ও মাস্টারপ্ল্যানের খসড়া তৈরি করে প্রদানের পরিকল্পনা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×