প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক


প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

আওয়ামী লীগ নেতা ডা. এইচ বি এম ইকবালের প্রভাবিত প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুনভাবে গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির নানা অনিয়ম, দুর্বল প্রশাসন এবং সুশাসনের অভাবের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন ছয় সদস্যের পরিচালনা পর্ষদে আগের কোনো পরিচালককে রাখা হয়নি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে গঠিত এই পর্ষদে রয়েছেন পাঁচজন স্বতন্ত্র পরিচালক এবং একজন উদ্যোক্তা পরিচালক।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের তিনটি মূল কারণ রয়েছে: ব্যাংক পরিচালনায় সুশাসনের অভাব, নীতি ও পলিসি বাস্তবায়নে দুর্বলতা, এবং ঋণ ব্যবস্থাপনায় মারাত্মক বিশৃঙ্খলা।

উদ্যোক্তা পরিচালক হিসেবে নতুন পর্ষদে রয়েছেন ডা. আরিফুর রহমান, যিনি উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন:

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান। 

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগের শর্তে এফসিএস চার্টার্ড সেক্রেটারি এম নুরুল আলম

তবে নতুন পরিচালনা পর্ষদে এখনো কাউকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী বোর্ড সভায় সদস্যদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×