১০ দিনে ই-রিটার্ন জমা প্রায় ১ লাখ


১০ দিনে ই-রিটার্ন জমা প্রায় ১ লাখ

ই-রিটার্ন ব্যবস্থা চালুর প্রথম ১০ দিনেই ২০২৫-২৬ কর বছরের জন্য ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৪ আগস্ট ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ১৩ আগস্ট পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ৯৬ হাজার ৯৪৫ জনে।

গত বছর ৯ সেপ্টেম্বর শুরু হওয়া ই-রিটার্নের প্রথম ১০ দিনে ২০ হাজার ৫২৩ জন করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। সেই তুলনায় এবার দৈনিক গড় প্রায় ৫ গুণ বেড়েছে।

এনবিআর জানায়, ৩ আগস্ট জারি করা এক বিশেষ আদেশ অনুযায়ী ৬৫ বছর বা তার বেশি বয়সী, শারীরিকভাবে অক্ষম, বিদেশে অবস্থানরত করদাতা এবং মৃত করদাতার প্রতিনিধিদের বাদে দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক। ১১ আগস্ট আদেশ সংশোধন করে দেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

যেসব করদাতা নিবন্ধনসংক্রান্ত সমস্যায় অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন না, তারা ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে যুক্তিযুক্ত আবেদন করলে অনুমোদন সাপেক্ষে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ ও রিটার্ন জমা দিতে পারেন। তারা তাৎক্ষণিকভাবে acknowledgment slip ও আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন।

e-Return সংক্রান্ত সহযোগিতার জন্য এনবিআর ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে কল সেন্টার চালু করেছে এবং www.etaxnbr.gov.bd পোর্টাল থেকেও লিখিতভাবে সমস্যা জানানো যাবে।

এনবিআরের পক্ষ থেকে করদাতাদের যথাসময়ে রিটার্ন দাখিলে আহ্বান জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×