১২ দিনে রেমিটেন্স ছাড়াল ১০০ কোটি ডলার


১২ দিনে রেমিটেন্স ছাড়াল ১০০ কোটি ডলার

আগস্টের প্রথম ১২ দিনেই ১ দশমিক ০৫ বিলিয়ন ডলার (১০৫ কোটি ডলার) রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, গত বছরের আগস্টের একই সময়ে রেমিটেন্স এসেছিল ৭২১ মিলিয়ন ডলার (৭২ কোটি ১০ লাখ ডলার)। তুলনায় এবার প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে ৪৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ২৪৭ কোটি ডলার দেশে পাঠানো হয়। আর জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ৩৫৩ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ বেশি। গত বছর এ সময়ে রেমিটেন্স ছিল ২৬৩ কোটি ডলার।

এ বছর বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রবাসী আয় বৃদ্ধি পেয়ে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে। বর্তমানে আমদানি ও বকেয়া বিল পরিশোধের চাপ কম থাকায় ডলারের চাহিদাও হ্রাস পেয়েছে, যার প্রভাব হিসেবে জুলাই মাসে ডলারের দর কিছুটা কমে যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×