যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় ২ জাহাজ কিনবে সরকার


যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় ২ জাহাজ কিনবে সরকার

যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ব্যয় ধরা হয়েছে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন পায়।

বৈঠক সূত্রে জানা যায়, দুটি জাহাজের প্রতিটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি সম্পন্ন বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় জাহাজ ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের জন্য এক ধাপ দুই খাম দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়, যার মধ্যে দুটি কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি থেকে ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে বাংলাদেশি মুদ্রায় ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকায় জাহাজ দুটি কেনা হবে। রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে এ ক্রয় সম্পন্ন করবে।

অর্থ উপদেষ্টার সভাপতিত্বে একই দিনে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বব্যাংক অর্থায়িত ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ) (২য় সংশোধিত)’ প্রকল্পের তিনটি প্যাকেজের অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পন্নের অনুমোদন দেওয়া হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×